বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

প্রথম নৌবাহিনী প্রধান ক্যাপ্টেন নুরুল হকের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক

প্রথম নৌবাহিনী প্রধান ক্যাপ্টেন নুরুল হকের ইন্তেকাল

বাংলাদেশ নৌবাহিনীর প্রথম নৌপ্রধান ক্যাপ্টেন নুরুল হক (অব.) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে সোমবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আইএসপিআর জানায়, তিনি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি ১৯৭২ থেকে ১৯৭৩ পর্যন্ত নৌপ্রধানের দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে নিকটাত্মীয় স্বজনসহ নৌবাহিনীর সর্বস্তরের সদস্য গভীর শোক প্রকাশ করেন। গতকাল বাদজোহর নৌ সদর দফতর মসজিদে জানাজা শেষে বনানী সামরিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।

ক্যাপ্টেন নুরুল হক ১৯৭২ সালে পাকিস্তান থেকে ফিরে দেশের প্রথম নৌবাহিনী প্রধান হিসেবে ১৯৭২ সালের ৭ এপ্রিল থেকে ১৯৭৩ সালের ৬ নভেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন।

সর্বশেষ খবর