বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

বন্ধ হয়েছে ক্ষমতা দখলের পথ

সংসদে আলোচনা

নিজস্ব প্রতিবেদক

বন্ধ হয়েছে ক্ষমতা দখলের পথ

রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনাকালে সরকারি দলের সংসদ সদস্যরা বলেছেন, দেশের সর্বোচ্চ আদালত সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল করায় সে অনুযায়ী সংবিধান সংশোধন করে অবৈধ পন্থায় ক্ষমতা দখলের পথ বন্ধ করা হয়েছে। দেশের কিছু সুশীল, একজন এনজিও কর্মকর্তা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া পদ্মা সেতু নিয়ে চরম অপপ্রচারে লিপ্ত হয়েছিলেন। তারা নানাভাবে বঙ্গবন্ধু পরিবারকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালিয়েছিলেন। ২০১৭ সালে কানাডার টরন্টো সুপ্রিম কোর্ট অব জাস্টিস পদ্মা সেতু সংক্রান্ত মামলার রায়েও বলেছে, পদ্মা সেতুর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অভিযোগ আনা হয়েছিল। সততা ও সাহসের সঙ্গে প্রধানমন্ত্রী তাদের সব অপচেষ্টা নস্যাৎ করেছেন। পদ্মা সেতু প্রকল্পের সফল বাস্তবায়নের মাধ্যমে সততার জয় হয়েছে। গতকাল প্রথমে স্পিকার ও পরে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে এ আলোচনা হয়। আলোচনায় অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, সরকারি দলের সদস্য মুজিবুল হক, এনামুল হক, বেনজীর আহমেদ, জহিরুল হক ভূইয়া মোহন, নুরুল আমিন ও শেখ এ্যানি রহমান এবং বিরোধী দল জাতীয় পার্টির রানা মো. সোহেল ও নাজমা আখতার। প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অসংখ্য সাফল্যের মধ্যে সবচেয়ে বড় সাফল্য হচ্ছে, দেশকে বিচারহীনতার সংস্কৃতি থেকে বের করে এনে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ সুপ্রতিষ্ঠিত করেছেন। তাঁর নেতৃত্বে দেশে অসাংবিধানিক ধারায়    ক্ষমতা দখলের পথ বন্ধ হয়েছে। ধাপে ধাপে স্কুল খুলে দেওয়ার পরিকল্পনা : প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, করোনার কারণে মার্চ মাস থেকে সব প্রাথমিক বিদ্যালয় সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। স্বাস্থ্য সুরক্ষা মেনে ধাপে ধাপে স্কুল খুলে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব ও সরকারের ডিজিটাল ব্যবস্থাপনায় পবিত্র হজে যাওয়া আসার ক্ষেত্রে শৃঙ্খলা ফিরে এসেছে। আমরা সব লাগেজ হজযাত্রী পৌঁছার আগেই তার সৌদি আরবের বাসায় পৌঁছানোর উদ্যোগ নিয়েছি। প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণের জন্য ৯ হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর