শুক্রবার, ২৯ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

বিশ্বনাথে পানি সেচ নিয়ে সংঘর্ষ, কৃষকের মৃত্যু

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

সিলেটের বিশ্বনাথে হাওরে পানি সেচকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের সময় ছরকুম আলী দয়াল (৭০) নামে এক বৃদ্ধ কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। তিনি উপজেলার দৌলতপুর ইউনিয়নের চৈতননগর গ্রামের মৃত আছকর মামুনের ছেলে। গতকাল দুপুর দেড়টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের টিলাপাড়া গ্রামের সামনের চাউলধনী হাওরে চৈতননগর গ্রামের কৃষক আহমদ আলী ও টিলাপাড়া গ্রামের দিলোয়ার পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং সেখান থেকে দিলোয়ার পক্ষের তিনজনকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন টিলাপাড়া গ্রামের আসাম উদ্দিন (২৬), হাফেজ সায়েদ আহমদ (২০) ও দশপাইকা গ্রামের হুশিয়ার আলী। আটক আসাম উদ্দিন গুরুতর আহত থাকায় পুলিশি হেফাজতে তাকে সিলেটের ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছরকুম আলী দয়ালের ভাতিজা আবদুল করিম বলেন, ‘পানি সেচ করতে চাউলধনী হাওরে গিয়েছিলেন আমার চাচা ছরকুম আলী দয়াল। সেখানে হাওরের ইজারাদার সাইফুলের নেতৃত্বে তার লোকজন চাচার উপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।’ অভিযোগের ব্যাপারে জানতে চাইলে হাওরের ইজারাদার সাইফুল ইসলাম বলেন, ‘এই ঘটনার সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। যে স্থানে পানি সেচ নিয়ে মারামারি হয়েছে, সেই স্থানের ইজারার অংশীদার টিলাপাড়া গ্রামের দিলোয়ার। শুনেছি যে স্থানে মারামারি হয়েছে, সে স্থানে দয়াল দাদা ছিলেন না কিংবা তিনি সংঘর্ষে মারা যাননি।’ বিশ্বনাথ পুলিশ স্টেশনের ওসি (তদন্ত) রমাপ্রসাদ চক্রবর্তী বলেন, মৃতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই বলে জেনেছি। তবে, সুরতহালের পর বিষয়টি পরিষ্কার বলা যাবে। তার পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাইনি।

সর্বশেষ খবর