শুক্রবার, ২৯ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

বিমানের তিনজনের ১৪ বছর করে কারাদন্ড

সোনা উদ্ধার মামলা

আদালত প্রতিবেদক

বিমানের তিনজনের ১৪ বছর করে কারাদন্ড

বাংলাদেশ বিমানের উড়োজাহাজের ভিতর থেকে ৬২ কেজি সোনা উদ্ধারের মামলায় তিনজনকে ১৪ বছর করে কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল ঢাকার ১৪ নম্বর মহানগর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক ফাতিমা ইমরোজ এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বাংলাদেশ বিমানের এয়ারক্রাফট মেকানিক আনোয়ারুল হাসান, এয়ারক্রাফট মেকানিক আবু সালেহ ও লাইন মেইনটেন্যান্স আখতারুজ্জামান। রায় ঘোষণার পর তিন আসামিকে  সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজের ভিতরের বিভিন্ন স্থান থেকে ৬২ কেজি সোনা জব্দ করা হয়। এ ঘটনায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর বিশেষ ক্ষমতা আইনে ছয়জনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করে। মামলায় অভিযোগ করা হয়, এয়ারক্রাফটের যে স্থান থেকে ৬২ কেজি সোনা উদ্ধার করা হয়,  সেখানে কোনো সাধারণ ব্যক্তির পক্ষে সোনা লুকিয়ে রাখা সম্ভব নয়। এয়ারক্রাফটের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে কোনো ব্যক্তিকে প্রশিক্ষণ না দেওয়া হলে এই কাজে দক্ষতা অর্জন করা সম্ভব নয়। মামলাটি তদন্ত করে ২০১৭ সালের ২০ ডিসেম্বর তিন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

সর্বশেষ খবর