রবিবার, ৩১ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

অনেক দেশ টিকার ব্যবস্থা করতে পারেনি, আমরা শুরু করেছি : স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি

অনেক দেশ টিকার ব্যবস্থা করতে পারেনি, আমরা শুরু করেছি : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, পৃথিবীর অনেক দেশ এখনো টিকার ব্যবস্থাই করতে পারেনি। অথচ আমাদের দেশে আমরা টিকা প্রয়োগ শুরু করে দিয়েছি।

গতকাল দুপুরে মানিকগঞ্জে করোনাভাইরাস ভ্যাকসিনেশন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনে বিশেষ অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। তিনি জানান, ফ্রন্টলাইনের ওয়ার্কারদের আগে ভ্যাকসিন দেওয়া হবে। নীতিমালা অনুযায়ী পর্যায়ক্রমে সবাই টিকা পাবেন। জেলা প্রশাসন আয়োজিত সম্মেলন কক্ষে এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক পিপি আবদুস সালাম, সদ্য নির্বাচিত পৌর মেয়র রমজান আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর