সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা
শীতের দাপট উত্তরাঞ্চলে

তীব্র শৈত্যপ্রবাহে নাকাল রাজশাহীর মানুষ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে দিনের ব্যবধানে এক লাফে তাপমাত্রার পারদ নেমেছে প্রায় সাত ডিগ্রি সেলসিয়াসে। শনিবার রাজশাহী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস থাকলেও গতকাল সর্বনিম্ন তামপাত্রা রেকর্ড করা হয়েছে মাত্র পাঁচ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস। ফলে মাত্র এক দিনের ব্যবধানে রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা ছয় দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস কমেছে। এটি সারা দেশের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা। এ ছাড়া রাজশাহীতে চলতি মৌসুমের এখন পর্যন্ত রেকর্ড করা সর্বনিম্ন তাপমাত্রা। এর আগে চলতি শীত মৌসুমে রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল গত বছরের ২৯ ডিসেম্বর সাত দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস। ফলে একদিকে রেকর্ড তাপমাত্রা হ্রাস, অন্যদিকে ঘন কুয়াশা আর হিমেল বাতাসে রাজশাহীতে আবারও বেড়েছে শীতের তীব্রতা। এতে অসহনীয় হয়ে উঠেছে স্বাভাবিক জীবনযাত্রা। কনকনে শীতে থরথর করে কাঁপছে এ অঞ্চলের মানুষ। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত সূর্যের আলো থাকলেও দুপুর গড়াতেই তা সাদা মেঘের আস্তরণে মিলিয়ে যায়। ফলে হু-হু করে বাড়ছে শীতের দাপট। আগামী দু-এক দিনের মধ্যে এই অবস্থার কোনো উন্নতি নেই। বরং তীব্র শৈত্যপ্রবাহের কারণে সর্বনিম্ন এই তাপমাত্রা আরও এক থেকে দুই ডিগ্রি কমে আসতে পারে।

রাজশাহী জেলা প্রশাসক আবদুল জলিল বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতার্তদের মধ্যে পর্যাপ্ত সংখ্যক কম্বল বিতরণ করা হচ্ছে। তবে সরকারের পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো এগিয়ে এলে শীতার্ত মানুষ এই শীতের অসহনীয় দুর্ভোগের হাত থেকে রক্ষা পাবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর