সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

আওয়ামী লীগ নেতা হত্যা মামলায় ১৬ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, খুলনা

গোপালগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আছাদুজ্জামান ওরফে টিটু শরীফকে কুপিয়ে হত্যা মামলায় ১৬ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। গতকাল দুপুরে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. নজরুল ইসলাম হাওলাদার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে ১৪ জন সাজাপ্রাপ্ত আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন। অভিযোগ  প্রমাণিত না হওয়ায় রায়ে আরও ১৫ জনকে খালাস দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- সেন্টু চৌধুরী, পলাশ চৌধুরী, আবদুল্লাহ চৌধুরী, বক্কর চৌধুরী ওরফে আকুবর, সোহেল চৌধুরী, শহিদুল শেখ, পলাশ খাঁ, তুহিন মোল্লা ওরফে মাহমুদ হাসান, সবুজ মোল্লা, মাসুদ মোল্লা, রফিকুল মোল্লা, নতুন চৌধুরী ওরফে রমজান, মশিউর চৌধুরী ওরফে চৌধুরী মশিউর রহমান, অলিউল্লাহ ওরফে বাবু চৌধুরী, তরিকুল সরদার ও জিহাদ চৌধুরী। 

জানা যায়, জমিজমা সংক্রান্ত বিবাদে ২০১৮ সালের ১ জুলাই দুপুরে নড়াইল জেলার নড়াগাতী চর শিংগাতী এলাকায় শরীফ ব্রিকস ও শরীফ ফিশারিজের পরিচালক টিটু শরীফকে কুপিয়ে হত্যা করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর