সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

খুলনায় তোপের মুখে শিক্ষা প্রকৌশলের নির্বাহী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

পছন্দের লোককে কাজ দেওয়া, বিল পরিশোধে তালবাহানা, আউটসোর্সিং লোক দিয়ে খবরদারিসহ নানা অভিযোগে খুলনায় শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী নাসিম রেজাকে ঘেরাও করে আলটিমেটাম দিয়েছে বিক্ষুব্ধ ঠিকাদাররা। তারা অবিলম্বে অনিয়ম হয়রানি ও দরপত্র সিন্ডিকেট বন্ধের দাবি জানান। একই সঙ্গে নির্বাহী প্রকৌশলীকে অপসারণ না করলে চলমান উন্নয়ন কাজ বন্ধ রাখার ঘোষণা দেন। গতকাল দুপুরে নগরীর দৌলতপুরে শিক্ষা প্রকৌশল কার্যালয়ে এ ঘটনা ঘটে। জানা যায়, দীর্ঘদিন অফিসের গুরুত্বপূর্ণ পদগুলোতে আউটসোর্সিং লোক দিয়ে কাজ পরিচালনা করা হয়। তারা ঠিকাদারদের কাছ থেকে উৎকোচ আদায়ের জন্য নানাভাবে হয়রানি করেন। এছাড়া নির্বাহী প্রকৌশলীর নিয়মিত অফিসে অবস্থান না করা, চলমান কাজের সাইড ভিজিটে আউটসোর্সিং লোক দিয়ে মান যাচাইয়ের নামে হয়রানির অভিযোগ রয়েছে। ঠিকাদার মোহা. বাচ্চু মোড়ল বলেন, নির্বাহী প্রকৌশলী অর্থের বিনিময়ে পছন্দের লোকদের কাজ দেন। তিনি ঠিকমতো অফিসে আসেন না। ঠিকাদারদের কোটি কোটি টাকার বিল বকেয়া রয়েছে। প্রতিটি কাজের ড্রয়িং ডিজাইন রিভাইজ নিয়ে জটিলতা দেখা দিয়েছে। ঠিকাদাররা জানান, খুলনা জোনের নির্বাহী প্রকৌশলী নাসিম রেজা অফিসে সহকারী প্রকৌশলী ছিলেন। নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব পাওয়ার পর তিনি অর্থের বিনিময়ে কাজ বণ্টন করেন। এতে তিনি কোটি কোটি টাকা উপার্জন করেছেন। উত্তেজিত ঠিকাদাররা একপর্যায়ে তার অফিস কক্ষে প্রবেশ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়। ঠিকাদাররা এ সময় তার কাছে অনিয়ম ও দুর্নীতির জবাব দাবি করেন।

এছাড়া তার অপসারণ দাবি করে স্লোগান দেয় ও অনিয়ম হয়রানি বন্ধ না হওয়া পর্যন্ত চলমান সব কাজ বন্ধ রাখার ঘোষণা দেয়। ঠিকাদার শফিকুল ইসলাম মধু বলেন, সঠিকভাবে অর্থ বরাদ্দ না দেওয়া ও ডিজাইন সময়মতো হাতে না পাওয়ায় নির্মাণ কাজে বিলম্ব হয়। এক্ষেত্রেও জরিমানার নামে হয়রানি করা হচ্ছে। এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী শেখ নাসিম রেজা বলেন, ঠিকাদাররা তাদের দাবির কথা জানিয়েছে। এ ব্যাপারে সরকারি নিয়ম-নীতির মধ্যে থেকে সমাধান করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর