সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

‘ইউএনওরা সব করলে উপজেলা পরিষদের দরকার কী’

নিজস্ব প্রতিবেদক

‘ইউএনওরা যদি সব কাজে কর্তৃত্ব করেন তাহলে উপজেলা পরিষদের দরকার কী?’ এমন প্রশ্ন তুলেছেন দেশের উপজেলা পরিষদের চেয়ারম্যানরা। তারা বলেন, জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে কোনো কাজ করতে না পারা আমাদের জন্য লজ্জার। আমাদের দায়িত্ব আছে, অথচ কোনো কাজ নেই। জনগণের কোনো ত্রাণের দরকার হলে তারা ইউএনওদের কাছে যায় না। তারা আসে আমাদের কাছে। কারণ তারা আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে। কিন্তু আমরা তাদের সেই চাহিদা পূরণ করতে পারি না। তাহলে উপজেলা পরিষদের চেয়ারম্যানের দরকারটা কী? গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। সংবিধান ও আইনের নির্দেশনার আলোকে উপজেলা পরিষদকে কার্যকর করতে চলমান আন্দোলনের ধারাবাহিকতায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশন। বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সভাপতি পটুয়াখালীর দুমকি উপজেলা চেয়ারম্যান হারুন-অর-রশীদ হাওলাদার, সাধারণ সম্পাদক নরসিংদীর মনোহরদী উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বিরু প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর