শিরোনাম
মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

দলকে উজ্জীবিত করতে কমিটি গঠনে মনোনিবেশ বিএনপির

গঠিত হচ্ছে ৭৯৩ ইউনিট কমিটি

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের ধকল কাটিয়ে নেতা-কর্মীদের উজ্জীবিত করতে বিভিন্ন ইউনিট কমিটি গঠনের উদ্যোগ নিচ্ছে চট্টগ্রাম মহানগর বিএনপি। এরই মধ্যে থানা, ওয়ার্ডসহ ৭৯৩ ইউনিট কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে। শীর্ষ নেতাদের দাবি কমিটি গঠন প্রক্রিয়া শুরু হলে মনোবল ভেঙে পড়া কর্মীরা চাঙা হবে। উজ্জীবিত হয়ে সাংগঠনিক কার্যক্রমে ফের সক্রিয় হবে নেতা-কর্মীরা। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্‌বায়ক ও সদ্য অনুষ্ঠিত চসিক নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেন, ‘নির্বাচনের পর স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রমে ফিরে যাচ্ছে বিএনপি। আগামী ২ তারিখ দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে কমিটি গঠনের প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে। এরপর থানা, ওয়ার্ড এবং ইউনিট কমিটি গঠন প্রক্রিয়া শুরু হবে।’ একাধিক বিএনপি নেতা বলেন, নির্বাচনের পর দলীয় নেতা-কর্মীদের মানসিক অবস্থা ঠিক নেই, তারা ভেঙে পড়েছে। তাই তাদের সাংগঠনিক কার্যক্রমে উজ্জীবিত করতে বিভিন্ন থানা, ওয়ার্ড এবং ইউনিট কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

কমিটি গঠন প্রক্রিয়া শুরু হলে রাজনীতির মাঠে আগের মতোই সক্রিয় হবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

জানা যায়, সংঘাতপূর্ণ চসিক নির্বাচনে মেয়র পদে প্রায় ৩ লাখ ভোটের ব্যবধানে হেরে মানসিক ভাবে বিপর্যস্ত বিএনপি, যুবদল, মহিলা দল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। মেয়র পদে ছাড়াও সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদেও বিজয়ী হননি বিএনপি মনোনীত কোনো প্রার্থী। এমনকি মেয়র পদে ৩৫৯টি কেন্দ্রে ভোটের ‘হাফ সেঞ্চুরি’ পর্যন্ত করতে পারেনি বিএনপি। যদিও নির্বাচনের কারচুপি ও নানান অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলেছে বিএনপির শীর্ষ নেতারা। নির্বাচনে এমন পরাজয়ে মনোবল ভেঙে পড়া নেতা-কর্মীদের উজ্জীবিত করতে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানা, ওয়ার্ড এবং ইউনিট কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে বিএনপি। এরই মধ্যে বিএনপি ১৫ থানা, ৪৩ ওয়ার্ড এবং ৭৩৫ ইউনিট কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছে। কমিটি গঠন প্রক্রিয়া নির্ধারণ করতে ২ ফেব্রুয়ারি দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন মহানগরীর নেতারা। ওই বৈঠকেই কমিটি গঠন প্রক্রিয়া নির্ধারণ করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর