বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

১২ দিনে তিন আইনসহ সংসদে ছয় বিল পাস

শেষ হলো শীতকালীন অধিবেশন

নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন শেষ হয়েছে। নতুন বছরের প্রথম অধিবেশন হওয়ায় সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে ১৮ জানুয়ারি এই অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেন। পরে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব আনেন প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী। অধিবেশন শেষ হওয়ার আগে ধন্যবাদ প্রস্তাবের ওপর প্রধানমন্ত্রী ও স্পিকারসহ ১৩৩ জন সংসদ সদস্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়ে ২৫ ঘণ্টা ২৫ মিনিট বক্তব্য দেন। পরে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে সংসদে গৃহীত হয়। অধিবেশন সমাপ্তির বিষয়ে রাষ্ট্রপতির আদেশ পাঠের মধ্য দিয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে ১২ কার্যদিবসের এই অধিবেশনে পৃথক তিনটি আইনসহ ৬টি বিল পাস হয়। ৭১ বিধিতে ৪৬টি নোটিস পাওয়া যায়। যার মধ্যে একটিও আলোচনায় আসেনি। প্রধানমন্ত্রীর উত্তর  দেওয়ার জন্য ৮৪টি প্রশ্ন পাওয়া যায়, এর মধ্যে তিনি ২৮টি প্রশ্নের উত্তর  দেন। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তর দেওয়ার জন্য ১ হাজার ৬৮৯টি প্রশ্ন পাওয়া যায়। যার মধ্যে মন্ত্রীরা উত্তর দিয়েছেন ৮২০টির।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর