বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

ইসি নিয়ে এবার রাষ্ট্রপতির কাছে ১০১ আইনজীবীর চিঠি

নিজস্ব প্রতিবেদক

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাসহ বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে সেসব তদন্ত করতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি জানিয়ে এবার রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের ১০১ জন আইনজীবী, যাদের বেশিরভাগই বিএনপিপন্থি। গতকাল রাষ্ট্রপতি বরাবর পাঠানো চিঠিতে প্রথম স্বাক্ষরকারী আইনজীবী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। এর আগে ইসির বিরুদ্ধে গুরুতর অসদাচারণের অভিযোগ তুলে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনে রাষ্ট্রপতির কাছে দু দফায় চিঠি পাঠিয়েছিলেন ৪২ নাগরিক। মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, আমরা মনে করি বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব পালনে নৈতিক ও সাংবিধানিক ভিত্তি হারিয়েছে। তাদের বিরুদ্ধে উত্থাপিত আর্থিক দুর্নীতি ও অনিয়মের সংশ্লিষ্টতার অভিযোগ সুরাহা না হলে সাংবিধানিক এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও পদের প্রতি মানুষের আস্থা নষ্ট হবে। এ কারণে তাদের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করেছি।

চিঠিতে ইসির বিরুদ্ধে প্রশিক্ষণ বাজেটের টাকা হাতিয়ে নেওয়া, কর্মচারী নিয়োগে অনিয়ম, নিয়ম বহির্ভূতভাবে কমিশনারদের গাড়ি ব্যবহার, ইভিএম ক্রয় ও ব্যবহারে গুরুতর অনিয়ম, নির্বাচনে সংঘটিত অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে নির্লিপ্ততা ও ব্যর্থতা, সাংবিধানিক দায়িত্ব পালনে অযোগ্যতা ও বিশেষ বক্তা হিসেবে দেখিয়ে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ তদন্তের দাবি জানিয়েছেন আইনজীবীরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর