বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

তালিকাভুক্ত কোম্পানির কর ব্যবধান ১৫ শতাংশ করা উচিত : বিএসইসি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলাম বলেছেন, অ-তালিকাভুক্ত কোম্পানির সঙ্গে তালিকাভুক্ত কোম্পানির করপোরেট কর হারের ব্যবধান ১৫ শতাংশ করা উচিত। আগামী বাজেটে এ বিষয়ে প্রস্তাব দেওয়া হবে। গতকাল রাজধানীর বিএসইসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে বিএসইসির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিএসইসির চেয়ারম্যান বলেন, বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে হলে করপোরেট করের ব্যবধান বাড়াতে হবে। আগে করের ব্যবধান ১০ শতাংশ থাকলেও চলতি বাজেটে সেটি কমিয়ে সাড়ে ৭ শতাংশ করা হয়েছে। এতে করে বহুজাতিক কোম্পানিগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে আগ্রহ হারিয়ে ফেলছে। এজন্য বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আনতে করপোরেট করের ব্যবধান বাড়াতে হবে।

তিনি বলেন, বহুজাতিক কোম্পানিগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত হলে তাদের রুলস-রেগুলেশন মানতে দুই থেকে ৩ শতাংশ আরও খরচ বেড়ে যাবে। এতে করে তারা তালিকাভুক্ত হতে আগ্রহ হারিয়ে ফেলে। তিনি বলেন, দুবাইতে রোড শোর আয়োজন করা হয়েছে। আগামী ৯ ফেব্রুয়ারি এ রোড শো অনুষ্ঠিত হবে। এটা বাংলাদেশের শেয়ারবাজারে বিনিয়োগ বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর