শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

কোটি টাকা ভ্যাট ফাঁকিতে পেপারফ্লাই কুরিয়ার

ভ্যাট গোয়েন্দার অভিযান

নিজস্ব প্রতিবেদক

প্রায় কোটি টাকা ভ্যাট ফাঁকিতে জড়িত অনলাইন ভিত্তিক কুরিয়ার সেবা প্রদানকারী প্রতিষ্ঠান পেপারফ্লাই। রাজধানীর বনানীতে প্রতিষ্ঠানটির কার্যালয়ে অভিযান চালিয়ে এ ফাঁকি উদঘাটন করেছে ভ্যাট নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। সংস্থাটি জানিয়েছে, গোয়েন্দা অভিযানে প্রাথমিকভাবে গত বছর নভেম্বর ও ডিসেম্বরে প্রতিষ্ঠানটি পণ্য ডেলিভারি দিয়ে ৫ কোটি ৭৭ লাখ টাকার ওপর প্রযোজ্য ভ্যাট জমা দেয়নি। ফলে ৮৬ লাখ ৫১ হাজার টাকা ফাঁকি দেওয়া হয়েছে। এ অনিয়মের কারণে পেপারফ্লাইয়ের বিরুদ্ধে ভ্যাট আইনে মামলা দায়েরের প্রস্তুতি প্রক্রিয়াধীন। গতকাল গণমাধ্যমকে দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়ে ভ্যাট গোয়েন্দার মহাপরিচালক ড. মইনুল খান বলেন, ভ্যাট গোয়েন্দা সহকারী পরিচালক মুহম্মাদ মহিউদ্দীনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ওই প্রতিষ্ঠানের বাণিজ্যিক দলিলাদি জব্দ করা হয়েছে।

পেপারফ্লাই রাজধানীর গুলশান সার্কেলে অনলাইন কুরিয়ার সার্ভিস হিসেবে নিবন্ধন গ্রহণ করে। এর ভ্যাট নিবন্ধন ০০০০৫৮৮১৫-০১০১। সারা দেশে পেপারফ্লাইয়ের ৮৭টি ডেলিভারি সেন্টার রয়েছে। নিবন্ধন অনুসারে পেপারফ্লাই অনলাইন শপিং প্লাটফরম দারাজসহ অন্যান্য মাধ্যম থেকে পণ্য সংগ্রহ করে গ্রাহকের কাছে সরবরাহ করে থাকে। এ ডেলিভারি চার্জের ওপর ১৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য।

ভ্যাট গোয়েন্দা বলেছে, অভিযানে দেখা যায়, ওই দুই মাসে সংগৃহীত ভ্যাট পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও তারা তা করেনি। ভ্যাট আইনের ধারা ৩৩ অনুযায়ী পণ্য বা সেবা সরবরাহের সময়েই এ ভ্যাট পরিশোধ করার বিধান রয়েছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর