শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

কনটেইনার প্রতারক সাইফুল বিদেশি অস্ত্রসহ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরের কনটেইনার চক্রের হোতা প্রতারক সাইফুল ইসলাম সাইফ (৩২) বিদেশি অস্ত্রসহ গ্রেফতার হয়েছে। বুধবার রাতে ৯টায় মীরসরাই উপজেলার দূর্গাপুর বাজার থেকে জোরালগঞ্জ থানা পুলিশ সাইফুলকে অস্ত্রসহ আটক করেছে। তবে সাইফুল এটা তার বৈধ অস্ত্র বলে দাবি করলেও তার স্বপক্ষে কোনো লাইসেন্স দেখাতে পারেনি। সিএন্ডএফ ব্যবসার নামে ব্যবসায়িক পার্টনারের ৭০ কোটি টাকা মেরে দেওয়ার নায়ক ধৃত প্রতারক সাইফুল ইসলাম মীরসরাই উপজেলার পূর্ব দূর্গাপুর গ্রামের মৃত আবুল কালামের পুত্র। দুদক সূত্রে জানা গেছে, জালিয়াতির মাধ্যমে চট্টগ্রাম বন্দর থেকে পণ্য খালাসের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুটি ও বন্দর থানায় হওয়া একটি মামলায় সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের মালিক সাইফুল ইসলামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আছে পণ্য খালাসের নামে আত্মসাৎ ও একাধিক প্রতারণা মামলায়ও।

জোরারগঞ্জ থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশের একটি টিম বুধবার রাত ১০টার দিকে পূর্ব দূর্গাপুর গ্রামের সাইফুলের নিজ বাড়ি থেকে ইটালিয়ান একটি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ আটক করে। এ বিষয়ে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর