শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

কলকাতায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব শুরু

নিজস্ব প্রতিবেদক


কলকাতায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব শুরু

কলকাতায় তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদসহ উপস্থিত অতিথিরা - বাংলাদেশ প্রতিদিন

বাংলাদেশের ৩২টি জনপ্রিয় চলচ্চিত্র নিয়ে তৃতীয়বারের মতো কলকাতায় শুরু হলো বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। কলকাতা নন্দন-১ এর সুসজ্জিত প্রেক্ষাগৃহে গতকাল পাঁচ দিনের উৎসব উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন পশ্চিমবঙ্গের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ব্রাত্য বসু, ভারতের বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা, ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মোহাম্মদ ইমরান ও প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ। ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের চলচ্চিত্র শুরু হয়েছিল বঙ্গবন্ধুর হাত ধরেই। তবে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর যৌথভাবে ভারত-বাংলাদেশের চলচ্চিত্র তৈরির কাজ হচ্ছে। তিনি বলেন, আমাদের আসল পরিচয় আমরা বাঙালি। আমাদের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদান আরও  বাড়াতে হবে। পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ব্রাত্য বসু বলেন, বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমান সারা বিশ্বের এক অনন্য সম্পদ। ভারতের বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা বলেন, এ বছর বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর এবং ভারত-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কেরও ৫০ বছর। ভারত-বাংলাদেশের মুক্তিযোদ্ধারা একসঙ্গে যুদ্ধ করে বাংলাদেশ স্থাপন করেছে। ভারত ও বাংলাদেশের সম্পর্ক রক্তের অক্ষরে গড়া। তাই এই সম্পর্ক ছিন্ন হওয়ার নয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশের সমাজচিত্র, মুক্তিযুদ্ধ, রাজনীতি ও বঙ্গবন্ধুর জীবনালেখ্যর ওপর ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শিরোনামে ১০০টি চিত্রকর্মের প্রদর্শনীর উদ্বোধন করেন ড. হাছান মাহমুদ। চলচ্চিত্র উৎসবে উপস্থিত ছিলেন পরিচালক সৃজিত মুখার্জি, চিত্রনায়ক অনির্বাণ ভট্টাচার্য, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও রিয়াজ, নায়িকা জয়া আহসান, মুমতাজ সরকার, মিথিলা প্রমুখ। বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগ এবং বাংলাদেশ উপ-হাইকমিশন,  কলকাতার সহযোগিতায় ৫-৯ ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতায় তৃতীয় ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’ ঐতিহ্যবাহী রবীন্দ্র সদনের নন্দন-১, ২ ও ৩ এর প্রেক্ষাগৃহে প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। উদ্বোধনী দিনে গতকাল ‘হাসিনা এ ডটারস টেল’ চলচ্চিত্রটি প্রদর্শিত হয়। পরবর্তীতে ন ডরাই, আয়নাবাজি, কৃষ্ণপক্ষ, জালালের গল্প, দেবী, বাপজানের বায়োস্কোপ, রাজাধিরাজ রাজ্জাক, অজ্ঞাতনামা, সত্তা, মুসাফির, শাটল ট্রেন, আন্ডার কনস্ট্রাকশন, ইন্দুবালাসহ ৩২টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর