শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

বিদ্রোহী আর কাউকে কোনো নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে না : কৃষিমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি


বিদ্রোহী আর কাউকে কোনো নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে না : কৃষিমন্ত্রী

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্য কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক বলেছেন, ভবিষ্যতে কোনো নির্বাচনেই বিদ্রোহী কিংবা তাদের মদদদাতাদের মনোনয়ন দেওয়া হবে না। বিগত নির্বাচনগুলোতে যারা বিদ্রোহী প্রার্র্থী ছিলেন এবার পৌর নির্বাচনে তাদের মনোনয়ন দেওয়া হয়নি। ভবিষ্যতেও দেওয়া হবে না। এটা নেত্রী শেখ হাসিনার চূড়ান্ত সিদ্ধান্ত। তিনি বলেন, নির্বাচনে জয়-পরাজয় হবে এটাই স্বাভাবিক। এটা মেনে নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে। তিনি বলেন, হত্যা, সন্ত্রাস ও দুর্নীতির রাজনীতি হলো বিএনপির  রাজনীতি। আওয়ামী লীগের রাজনীতি হলো উন্নয়নের রাজনীতি। মানবসেবার রাজনীতি। কৃষিমন্ত্রী গতকাল টাঙ্গাইলের ধনবাড়ী ও মধুপুর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা  পরিদর্শন এবং ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও ধনবাড়ী উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ হীরার সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর ফারুক আহমাদ ফরিদ, জেলা আওয়ামী লীগের সদস্য মীর ফিরোজ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বেলাল, রফিকুল ইসলাম তালুকদার ফটিক, দফতর সম্পাদক ইকবাল হোসেন তালুকদার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন কালু, মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা খাতুন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিলন আহমেদ, ছাত্রলীগ নেতা কামরুল হাসান প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর