রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

বরিশালে অবৈধভাবে চরের মাটি কাটায় তিনজনের কারাদন্ড

মাদক মামলার আসামির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের চরপাওয়ার থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাটি কাটায় ব্যবহৃত একটি ভেকু আটক করা হয়েছে। শুক্রবার বিকালে এ অভিযান পরিচালিত হয়। বরিশালের বিভিন্ন চর থেকে অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাওয়ার খবরে শুক্রবার বিকালে জেলা প্রশাসক জসীমউদ্দীন হায়দারের নির্দেশে চরপাওয়ার এলাকায় অভিযান চালায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে চরের মাটি কাটার অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী মেহেন্দীগঞ্জের জাংগালিয়ার খালেদ হাওলাদারকে তিন মাস, মানিকগঞ্জের ঘিওরের বায়োজিদ হাসানকে এক মাস ও জামালপুরের সরিষাবাড়ীর শিমুল মিয়াকে এক মাসের কারাদন্ড দেওয়া হয়। জব্দ করা হয় মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকু মেশিন। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান। এদিকে বরিশাল কেন্দ্রীয় কারাগারের এক হাজতি শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়। মৃত মোশাররফ হোসেন (৪৫) ভোলা পৌরশহরের শিয়ালবাড়ীর মৃত কায়সার আহম্মেদের ছেলে। তিনি মাদক মামলার আসামি হিসেবে কারান্তরিন ছিলেন। বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানান, মাদক মামলায় গ্রেফতার হয়ে ১০ নভেম্বর থেকে ভোলা কারাগারে বন্দী ছিলেন মোশাররফ। ৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হলে তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারের অধীন শেরেবাংলা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মোশারফের লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর