রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

বাংলাদেশ শিক্ষক সমিতির জন্মশতবার্ষিকী উদযাপিত

নিজস্ব প্রতিবেদক

১৯২১ সালে প্রতিষ্ঠিত প্রাচীন শিক্ষক সংগঠন ‘বাংলাদেশ শিক্ষক সমিতির জন্মশতবার্ষিকী গতকাল উদযাপিত হয়েছে। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করা হয়। পরে প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ হলে কেক কাটা অনুষ্ঠানে সমিতির সভাপতি অধ্যক্ষ মো. বজলুর রহমান মিয়ার সভাপতিত্বে অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এ এস এম মাকসুদ কামাল ও লেখক আনিসুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিটিএর সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ। অনুষ্ঠানে বিটিএ নেতারা জানান, ১৯২১ সালের ৬ ফেব্রুয়ারি রংপুর জেলার গাইবান্ধা মহকুমার গাইবান্ধা ইসলামিয়া হাই স্কুলে বিশিষ্ট শিক্ষাবিদ ও বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের সভাপতিত্বে আনুষ্ঠানিক শিক্ষক সম্মেলনের মাধ্যমে গঠিত হয় অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশন (এবিটিএ)। যা বর্তমানে বিটিএ নামে পরিচিত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর