শিরোনাম
সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

১৩০০ কোটি টাকায় পূর্বাচলে এক্সিবিশন সেন্টার

বাণিজ্যমন্ত্রীর কাছে হস্তান্তর করলেন চীনের রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পূর্বাচল নতুন শহরে ২০ একর জমির ওপর প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে চায়না-বাংলাদেশ  ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার। এর মধ্যে চীনের অনুদান ৬২৫ কোটি টাকা। গতকাল এই প্রদর্শনী কেন্দ্রটি বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করে চীন।

বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে হস্তান্তর পত্রে বাংলাদেশের পক্ষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং চীনের পক্ষে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত লি জিমিং স্বাক্ষর করেন। বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং ইআরডি সচিব ফাতেমা ইয়াসমিন উপস্থিত ছিলেন।  এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, এখন থেকে প্রতিবছর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পাশাপাশি বছরব্যাপী এখানে বিভিন্ন মেলার আয়োজন করা সম্ভব হবে। আমাদের স্থায়ী এক্সিবিশন সেন্টার না থাকার কারণে বছরব্যাপী নিজস্ব রপ্তানি পণ্যের কোনো প্রদর্শনী কেন্দ্র ছিল না। এখন নিজস্ব রপ্তানি পণ্য প্রদর্শন করার সুযোগ হলো। বাণিজ্য মন্ত্রণালয় জানায়, ৩৩ হাজার বর্গমিটারে ফ্লোর স্পেসের মধ্যে বিল্ডিং নির্মাণ করা হয়েছে ২৪ হাজার ৩৭০ বর্গ মিটার, এক্সিবিশন হলের আয়তন ১৫ হাজার ৪১৮ বর্গ মিটার, এতে ৮০০টি স্টল রয়েছে। দোতলা পার্কিং বিল্ডিংয়ের পার্কিং স্পেস ৭ হাজার ৯১২ বর্গ মিটার, গাড়ি পার্কিং করা যাবে ৫০০টি। এ ছাড়া এক্সিবিশন বিল্ডিংয়ের সামনে খোলা জায়গায় আরও ১ হাজারটি গাড়ি পার্কিং করার সুযোগ রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর