সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

অটোগ্যাস স্টেশন স্থাপন পদ্মা অয়েলের সঙ্গে চুক্তি বসুন্ধরা এলপি গ্যাসের

নিজস্ব প্রতিবেদক

দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) খাতে ১৯৯৯ সাল থেকে কাজ করছে বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড। এখন পর্যন্ত প্রায় ২০০টি ফিলিং স্টেশনের সঙ্গে চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। আরও ২০০টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন রয়েছে। এরই ধারাবাহিকতায় এলপিজির বাজার বাড়াতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সাবসিডিয়ারি প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের সঙ্গে কাজ করবে বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড। গতকাল রাজধানীর কারওয়ান বাজারে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের কার্যালয়ে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে স্বাক্ষর করেন পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুর রহমান ও বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের হেড অব সেলস জাকারিয়া জালাল। এখন থেকে  পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের নিবন্ধিত ফিলিং স্টেশনগুলোতে এলপিজি পাম্প স্থাপন ও অটোগ্যাস সরবরাহ করবে বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড। অনুষ্ঠানে দেশের সর্ববৃহৎ এলপিজি সরবরাহকারী প্রতিষ্ঠান বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের পক্ষ থেকে বলা হয়, পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তি করতে পেরে বসুন্ধরা আনন্দিত। পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড বিভিন্ন ধরনের পেট্রোলিয়াম পণ্য, লুব্রিক্যান্ট, বিটুমিন ও এলপিজি বাজারজাত করে। বর্তমানে দেশব্যাপী কোম্পানির ৬৯৭টি ফিলিং স্টেশন রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর