সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

এইচএসসির ফল রিভিউয়ের আবেদন ১৬ হাজার শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক

অষ্টম শ্রেণির জেএসসি-জেডিসি এবং এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মূল্যায়ন করে দেওয়া এইচএসসি ও সমমান-২০২০ এর ফলাফলে সন্তুষ্ট নন প্রায় ১৬ হাজার শিক্ষার্থী। সবাইকে অটোপাস দেওয়া হলেও সারা দেশে এইচএসসি উত্তীর্ণ ১৫ হাজার ৭২৭ জন ছাত্রছাত্রী ফলাফল রিভিউ চেয়ে আবেদন করেছেন। আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় সাব কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে। ফল রিভিউ এর শীর্ষে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এ বোর্ডে ৪ হাজার ৪১৫ জন শিক্ষার্থী রিভিউয়ের আবেদন করেছে। প্রতি বছর পরীক্ষার ফল প্রকাশের পর বিপুল সংখ্যক পরীক্ষার্থী আবেদন করলেও এবার এ সংখ্যা তুলনামূলক কম। সফটওয়্যারের মাধ্যমে এবার ফল প্রকাশের কারণে ফল পরিবর্তন হওয়ার সম্ভাবনা অনেকটা কম বলে সূত্রে জানা গেছে। রিভিউ করা শিক্ষার্থীদের ফল কবে প্রকাশ করা হবে তা এখনো জানানো হয়নি।

 বোর্ডগুলোর দেওয়া তথ্যানুযায়ী, বরিশাল বোর্ডে ৬৪২ জন, চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ৮৮৫ জন, কুমিল্লা বোর্ডে এক হাজার ২৭ জন, দিনাজপুর বোর্ডে ১ হাজার ২২৭ জন, যশোর বোর্ডে ১ হাজার ৬৯৪ জন, ময়মনসিংহ বোর্ডে ৯১৬ জন, রাজশাহী বোর্ডে ১ হাজার ৯২২ জন, সিলেট বোর্ডে ৯৪৭ জন, কারিগরি বোর্ডে ৫৩৫ জন, মাদরাসা বোর্ডে ৫১৭ জন ফল রিভিউয়ের আবেদন করেছেন। ১১ শিক্ষা বোর্ডে মোট ১৫ হাজার ৭২৭ জন পরীক্ষার্থী ফল চ্যালেঞ্জ করে আবেদন করেছেন।    

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর