মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

ভয় কাটিয়ে টিকা কেন্দ্রে বরিশালের মানুষ

করোনাভাইরাস

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ভয় কাটিয়ে টিকা কেন্দ্রে বরিশালের মানুষ

ভয় কাটিয়ে বরিশালের করোনা টিকা কেন্দ্রে যেতে শুরু করেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। যারা টিকা নিয়েছেন তারা কোনো পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করেননি এখন পর্যন্ত। মহামারী করোনা থেকে বাঁচতে সবাইকে করোনার টিকা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা। ভয় কেটে যাওয়ায় ধীরে ধীরে টিকা গ্রহণকারীর সংখ্যা আরও বাড়বে বলে আশা সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তার। গতকাল টিকাদানের দ্বিতীয় দিন সকাল সাড়ে ৮টায় শুরু হয় টিকা প্রদান কার্যক্রম। বরিশাল নগরীর মধ্যে শেরেবাংলা মেডিকেলে দুটি বুথ, মেডিকেল কলেজে একটি, নার্সিং ইনস্টিটিউটে একটি, বিভাগীয় পুলিশ হাসপাতালে একটি ও জেনারেল হাসপাতালে দুটি বুথে এবং জেলার নয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি করে বুথে চলে টিকা প্রদান কার্যক্রম। দিনের শুরুতে টিকা গ্রহণকারীদের সংখ্যা কম থাকলেও ধীরে ধীরে তাদের সংখ্যা বাড়তে থাকে। শেরেবাংলা মেডিকেল বুথে টিকা গ্রহণকারী ডা. সুব্রত বলছেন, তিনি করোনা থেকে সুরক্ষার জন্য স্বেচ্ছায় টিকা নিয়েছেন। কোনো পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করেননি। করোনা সুরক্ষায় সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানান তিনি। শেরেবাংলা মেডিকেলের একটি বুথে টিকা প্রদানকারী লাবনী আক্তার বলেন, প্রথম পর্যায়ে সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা টিকা নিচ্ছেন। রেজিস্ট্রেশন করলে সাধারণ মানুষকেও টিকা দেওয়া হচ্ছে। ভয় কেটে যাওয়ায় আগামীতে টিকা গ্রহণকারীর সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মতিউর রহমান। এর আগে গত রবিবার প্রথম দিন বরিশাল বিভাগে করোনার টিকা নিয়েছিলেন ১ হাজার ৪১২ জন। এখন পর্যন্ত তাদের মধ্যে কারোর  কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া খবর পাওয়া যায়নি।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর