মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

টিকা গ্রহণে চট্টগ্রামে এগিয়ে পুরুষরা

করোনাভাইরাস

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

টিকা গ্রহণে চট্টগ্রামে এগিয়ে পুরুষরা

চট্টগ্রামে করোনাভাইরাসের টিকা গ্রহণে মহিলাদের চেয়ে পুরুষরা এগিয়ে। গত দুই দিনে এখানে প্রথম ডোজ গ্রহণ করেছেন ৪ হাজার ৮৩৫ জন। এর মধ্যে পুরুষ ৩ হাজার ৭১৮ আর মহিলা ১ হাজার ৩৭ জন। তবে টিকা গ্রহণে প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে মহিলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়সূত্রে জানা গেছে, গত রবিবার চট্টগ্রামসহ সারা দেশে করোনাভাইরাসের টিকা প্রদান শুরু হয়। প্রথম দিন চট্টগ্রামের ১৪ উপজেলায় টিকা গ্রহণ করেন ৬৬৭ জন। এর মধ্যে পুরুষ ৪৮৭ আর মহিলা ১৮০ জন। গতকাল দ্বিতীয় দিনে ১৪ উপজেলায় টিকা গ্রহণ করেন ১ হাজার ২১০ জন। এর মধ্যে মহিলা ৯০২ আর পুরুষ ৩০৮ জন। চট্টগ্রাম মহানগরে মোট টিকা গ্রহণ করেন ১ হাজার ৪৬৮ জন। এর মধ্যে পুরুষ ১ হাজার ২২৭ আর মহিলা ২৪১ জন। চট্টগ্রামে ইতিমধ্যে টিকার জন্য নিবন্ধন করেছেন মোট ৩২ হাজার ৪৬৬ জন।

গতকাল পর্যন্ত চট্টগ্রামে মোট আক্রান্ত ৩২ হাজার ৫২৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ৮০ জন। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ‘বর্তমানে যারা নিবন্ধন ও টিকা গ্রহণ করছেন এর মধ্যে মহিলার চেয়ে পুরুষের সংখ্যা বেশি। কারণ হয়তো অনেক মহিলার মধ্যে একটা ভীতি কাজ করছে। তবে রবিবারের তুলনায় গতকাল মহিলার সংখ্যা কিছুটা বেড়েছে। আমরা মনে করছি, আস্তে আস্তে মহিলাদের সংখ্যাও বাড়বে।’ তিনি বলেন, ‘সুখের কথা হলো গতকাল পর্যন্ত চট্টগ্রামে প্রায় ৫ হাজার মানুষ টিকা গ্রহণ করেছেন। তবে কারও মধ্যে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। এটা অনেক বড় ইতিবাচক বিষয়।’ জানা গেছে, চট্টগ্রামে মোট ১৫ কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলবে।

 এর মধ্যে আছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম সেনানিবাস হাসপাতাল, চট্টগ্রাম পুলিশ হাসপাতাল, চসিক জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম নৌবাহিনী হাসপাতাল, চট্টগ্রাম বিমানবাহিনী হাসপাতাল, চট্টগ্রাম বন্দর হাসপাতাল, চসিক বন্দরটিলা হাসপাতাল, চসিক মোস্তফা হাকিম মাতৃসদন হাসপাতাল, চসিক ছাফা মোতালেব মাতৃসদন হাসপাতাল, ইউএসটিসি হাসপাতাল, সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতাল, মা ও শিশু মেডিকেল কলেজ হাসপাতাল এবং মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতাল। তা ছাড়া ১৪ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেওয়া হবে টিকা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর