মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

কুষ্টিয়ার এসপি তানভীরসহ ১২ কর্মকর্তার বদলি

নিজস্ব প্রতিবেদক


কুষ্টিয়ার এসপি তানভীরসহ ১২ কর্মকর্তার বদলি

কুষ্টিয়ার আলোচিত পুলিশ সুপার (এসপি) এস এম তানভীর আরাফাতকে বদলি করা হয়েছে। তাকে জেলার এসপি পদ থেকে বদলি করে বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে। এ ছাড়া এসপি পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। বদলিকৃত এসপিরা হলেন- মো. হামিদুল আলমকে হাইওয়ে পুলিশে, পংকজ চন্দ্র রায় ও মো. দেলোয়ার হোসেনকে সিআইডিতে, মোহাম্মদ জসিম উদ্দিনকে চট্টগ্রাম মহানগর পুলিশে (সিএমপি), মোহাম্মদ মইনুল হাসানকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি), এস এম তানভীর আরাফাতকে বিএমপিতে, কে এম আরিফুল হককে বাগেরহাট জেলার এসপি, মো. নাসির উদ্দিন আহমেদকে জামালপুর জেলার এসপি, প্রবীর কুমার রায়কে নড়াইল জেলার এসপি, মো. খাইরুল আলমকে কুষ্টিয়া জেলার এসপি, মোহাম্মদ শহীদুল্লাহকে পটুয়াখালী জেলার এসপি এবং মিলু মিয়া বিশ্বাসকে খাগড়াছড়ির ষষ্ঠ এপিবিএন ইনসার্ভিস সেন্টারের কমান্ড্যান্ট পদে বদলি করা হয়েছে। জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত ভেড়ামারা পৌরসভা নির্বাচনে এক বিচারিক হাকিমের সঙ্গে দুর্ব্যবহার করে সমালোচনায় পড়েছিলেন কুষ্টিয়ার এসপি তানভীর। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আরজি জানিয়ে গত ১৭ জানুয়ারি নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করেন বিচার বিভাগীয় ওই কর্মকর্তা। ওই ঘটনায় হাই কোর্ট তানভীরকে তলব করে। তাতে তিনি ‘অসৌজন্যমূলক’ আচরণের জন্য অনুতাপ প্রকাশ করে নিঃশর্ত ক্ষমা চান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর