বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

খুবির সেই তিন শিক্ষকের পক্ষে স্থিতাবস্থার আদেশ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) প্রশাসনবিরোধী কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগে বরখাস্ত ও অপসারণ হওয়া তিন শিক্ষকের পক্ষে স্থিতাবস্থার আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে ওই তিন শিক্ষকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ২৮ জানুয়ারি দেওয়া ‘শাস্তিমূলক আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না’ জানতে চেয়ে কর্তৃপক্ষের প্রতি রুল জারি করা হয়েছে। গতকাল উচ্চ আদালতের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও মো. কামরুল হোসেন মোল্লার দ্বৈত বেঞ্চ এ রায় প্রদান করে। বাদী পক্ষের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এ তথ্য জানিয়েছেন। জানা যায়, ২০২০ সালের জানুয়ারিতে খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা বেতন-ফি কমানো, আবাসন ব্যবস্থাসহ পাঁচ দফা দাবি আদায়ে ক্যাম্পাসে আন্দোলন শুরু করেন। ওই আন্দোলনে একাত্মতা ও বিশ্ববিদ্যালয়ের আইন-কানুন সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য দিয়ে উসকানি দেওয়ার অভিযোগে গত ১৮ জানুয়ারি সিন্ডিকেটের ২১১তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বাংলা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. আবুল ফজলকে চূড়ান্ত বরখাস্ত করা হয়। একই সঙ্গে ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের প্রভাষক হৈমন্তী শুক্লা কাবেরী ও বাংলা ডিসিপ্লিনের প্রভাষক শাকিলা আলমকে চাকরি থেকে অপসারণ করা হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে উচ্চ আদালতে রিট করেন তিন শিক্ষক।

ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া জানান, যেহেতু ওই তিন শিক্ষক এখনো তাদের দায়িত্ব হস্তান্তর করেননি এ কারণে এই আদেশের পর তাদের কর্মস্থলে যোগ দিতে কোনো বাধা নেই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর