বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

সংসদ লাইব্রেরির গ্রন্থাগার বিধি সংশোধনের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

‘জাতীয় সংসদ গ্রন্থাগার বিধি-২০১২’ সংশোধন করে যুগোপযোগী করার সুপারিশ করেছে সংসদীয় সাব-কমিটি। একই সঙ্গে ইতিপূর্বে প্রণীত ‘গবেষণা নির্দেশিকা’ পুনঃযাচাই করার প্রস্তাব করা হয়। এ ছাড়া লাইব্রেরির গবেষণা শাখার গবেষণা কর্মে জরুরি ও জনগুরুত্বসম্পন্ন বিষয় অন্তর্ভুক্তির সুপারিশ করা হয়। গৃহীত সুপারিশমালা লাইব্রেরি সংক্রান্ত সংসদীয় কমিটির বিবেচনার জন্য উপস্থাপনের সিদ্ধান্ত হয়। সংসদ লাইব্রেরিতে গতকাল অনুষ্ঠিত জাতীয় সংসদের ‘লাইব্রেরি কমিটি’র ১ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সাব-কমিটির আহ্বায়ক মুহাম্মদ শফিকুর রহমান। সাব-কমিটির সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল, ফখরুল ইমাম, তানভীর ইমাম, শেখ এ্যানী রহমান বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে সংসদ সচিবালয়েরসংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর