বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে চুক্তি

২০০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

নিজস্ব প্রতিবেদক

দেশের গ্রামীণ জনপদে বসবাসকারী মানুষের বিশুদ্ধ খাবার পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ননে বিশ্বব্যাংক বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে। এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়েছে গতকাল। এর আওতায় সিলেট, চাটগ্রাম, রংপুর এবং ময়মনসিংহ বিভাগের ৭৮টি উপজেলায় গ্রামীণ অঞ্চলে পানি এবং স্যানিটেশন পরিষেবা ব্যবস্থাপনার উন্নয়ন করা হবে। বিশ্বব্যাংকের এক বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিশুদ্ধ খাবার পানি ও স্বাস্থ্যকর স্যানিটেশন সুবিধার জন্য পরিবারের এবং উদ্যোক্তাদের উভয়কেই ক্ষুদ্রঋণ সরবরাহ করা হবে। এর আওতায় তিন লাখের বেশি পরিবার ভর্তুকিমূল্যে স্বাস্থ্যকর টয়লেট বসানোর সরঞ্জাম কিনতে পারবে। এ প্রসঙ্গে বাংলাদেশ ও ভুটানের বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মের্সি টেম্বন বলেছেন, প্রকল্পটি ঘরবাড়ি এবং পাবলিক স্পেসগুলোতে মানসম্পন্ন পানি এবং স্যানিটেশন পরিষেবাগুলোর সুবিধা বাড়াতে সহায়তা করবে। এ প্রকল্প চলমান মহামারী কভিড-১৯ এর মতো ভাইরাসের সংক্রমণ কমাতেও সক্রিয় ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর