বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা
যুদ্ধাপরাধ বিচার

সাক্ষ্য দিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ

নিজস্ব প্রতিবেদক

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সাবেক সংসদ সদস্য এম এ হান্নানসহ আটজনের বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য দিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। গতকাল বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি সাক্ষ্য দেন। এ সময় ১৯৭১ সালের ৭ আগস্ট নির্যাতনের বর্ণনা দেন কে এম খালিদ। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৫ থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন কে এম খালিদ। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে নিযুক্ত হন তিনি। আদালতে প্রসিকিউটর ছিলেন সুলতান মাহমুদ সীমন। আসামিপক্ষে ছিলেন আবদুস সোবহান তরফদার। এম এ হান্নানসহ এ মামলার ছয়

আসামি কারাগারে আছেন। অন্য পাঁচজন হলেন- এম এ হান্নানের ছেলে রফিক সাজ্জাদ, ডা. খন্দকার গোলাম সাব্বির আহমদ, মিজানুর রহমান মিন্টু, মো. হরমুজ আলী ও আবদুস সাত্তার। পলাতক দুই আসামি হলেন- ফখরুজ্জামান ও খন্দকার গোলাম রব্বানী।

২০১৯ সালের ২৭ মে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আনুষ্ঠানিক অভিযোগে তাদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, ধর্ষণ, আটক, অপহরণ, নির্যাতন, গুম, লুটপাট ও অগ্নিসংযোগের ছয়টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। একাত্তরের মহান মুক্তিযুদ্ধ চলাকালে ২১ এপ্রিল থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ত্রিশাল উপজেলায় তারা অপরাধগুলো সংঘটিত করেন বলে অভিযোগে বলা হয়েছে

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর