বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

যুক্তরাজ্য বাংলাদেশের শিক্ষা খাতে বিনিয়োগে আগ্রহী

-ব্রিটিশ হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাজ্য বাংলাদেশের শিক্ষা খাতে বিনিয়োগে আগ্রহী

যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেছেন, বাংলাদেশের স্বাস্থ্য, উচ্চশিক্ষা, আর্থিক খাত এবং আর্থিক প্রযুক্তি (ফিনটেক) প্রভৃতি খাত বৈদেশিক বিনিয়োগের জন্য অত্যন্ত সম্ভাবনাময়। বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীকে বৈশি^ক প্রতিযোগিতার বাজারে দক্ষ মানবসম্পদে পরিণত করতে মানসম্মত শিক্ষা কার্যক্রম নিশ্চিতকরণের কোনো বিকল্প নেই এবং এ দেশে মানসম্মত উচ্চশিক্ষা কার্যক্রমে যুক্তরাজ্য বিনিয়োগে আগ্রহী।

তিনি গতকাল ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন। এ সময় ডিসিসিআইর ঊর্ধ্বতন সহ-সভাপতি এন কে এ মবিন, সহ-সভাপতি মনোয়ার হোসেন এবং ব্রিটিশ দূতাবাসের বেসরকারি খাতের উন্নয়ন বিষয়ক কর্মকর্তা মহেশ মিশ্র প্রমুখ উপস্থিত ছিলেন। ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমান বলেন, বাংলাদেশের রপ্তানি পণ্যের তৃতীয় বৃহত্তম বাজার হলো যুক্তরাজ্য। গত অর্থবছরের রপ্তানিকৃত মোট সফটওয়্যারের প্রায় ১৩ ভাগই যুক্তরাজ্যের বাজারে রপ্তানি করা হয়েছে। এ খাতে বিনিয়োগে এগিয়ে আসার জন্য যুক্তরাজ্যের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর