বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

গুঁড়িয়ে দেওয়া হলো বুড়িগঙ্গা তীরের পাঁচতলা ভবন

অবৈধ দখল মুক্ত করতে ফের অভিযান শুরু

নিজস্ব প্রতিবেদক

বুড়িগঙ্গা নদীর তীর দখলমুক্ত করতে আবারও অভিযানে নেমে পাঁচতলা ভবনসহ ৫৯টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। গতকাল পুরান ঢাকার কামালবাগের চেয়ারম্যানঘাট থেকে সোয়ারীঘাট পর্যন্ত এলাকায় এ অভিযান চালানো হয়।

বেলা ১১টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলা অভিযানে দুটি পাঁচ তলা, তিনটি চার তলা, দুটি তিন তলা, এশটি দোতলা, ১১টি এক তলা আধাপাকা টিনশেড ঘর, ১৫টি আধাপাকা দোকান ঘর ও ২৫টি টং ঘর উচ্ছেদ করা হয়। এতে দখলমুক্ত হয় এক একর তীরভূমি। বিআইডব্লিউটিএর যুগ্ম-পরিচালক (ঢাকা নদী বন্দর) গুলজার আলী বলেন, নদী পুনর্দখল রোধে সিএস ও আরএস অনুযায়ী জরিপ করে এই বিশেষ উচ্ছেদ অভিযান চালানো হয়। নদীতীর পুরোপুরি দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে। পাশাপাশি চলবে সীমানা পিলার বসানোর কাজ।

বুড়িগঙ্গার তীরভূমি দখলমুক্ত করতে গত মাসেও বিশেষ অভিযান চালিয়ে বহুতল ভবনসহ প্রায় ২০০ ছোট-বড় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বিআইডব্লিউটিএ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর