বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

শহীদ বুদ্ধিজীবীর সংজ্ঞা নির্ধারণ হলো ৫০ বছর পর

নিজস্ব প্রতিবেদক

মহান মুক্তিযুদ্ধের ৫০ বছর পর শহীদ বুদ্ধিজীবীর তালিকা তৈরি করতে এই প্রথম সংজ্ঞা নির্ধারণ করেছে সরকার। সংজ্ঞায় বলা হয়েছে, ‘যে সকল সাহিত্যিক, দার্শনিক, বিজ্ঞানী, চিত্রশিল্পী শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, প্রকৌশলী, স্থপতি, ভাস্কর, সরকারি ও বেসরকারি কর্মচারী, রাজনীতিক, সমাজসেবী, সংস্কৃতিসেবী, চলচ্চিত্র, নাটক, সংগীত ও শিল্পকলার বুদ্ধিবৃত্তিক কাজের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের অ™ভ্যুদয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং ফলশ্রুতিতে ১৯৭১ সালের ২৫ মার্চ থেকে ১৯৭২ সালের ৩১ জানুয়ারি দখলদার কিংবা তাদের সহযোগীদের হাতে শহীদ কিংবা চিরতরে নিখোঁজ হয়েছেন, তারাই শহীদ বুদ্ধিজীবী।’

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবী যাচাই-বাচাই সংক্রান্ত কমিটির সভায় এই সংজ্ঞা নির্ধারণ করা হয়। গতকাল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর