শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা
তৃণমূলে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

চট্টগ্রামে সমাবেশের প্রস্তুতি দেওয়া হবে আলটিমেটাম

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

চট্টগ্রামের মহাসমাবেশ থেকেই ঘুরে দাঁড়াতে চায় বিএনপি। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা দলটি চট্টগ্রামের মতো পর্যায়ক্রমে দেশের সবকটি মহানগরীতে সমাবেশ করতে যাচ্ছে। সর্বশেষ ঢাকায় বড় গণজমায়েত করে রাজনীতির মাঠে ঘুরে দাঁড়াতে চায় দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা দলটি। চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, ‘চট্টগ্রামের মহাসমাবেশ সফল করার সব প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই মধ্যে আমাদের পছন্দের দুটি ভেন্যুর প্রস্তাবনা নাকচ করে দেওয়া হয়েছে। প্রশাসন শেষ মুহূর্তে সমাবেশ বাতিল করে দেয় কি না তা নিয়ে শঙ্কায় রয়েছি।’ নাম প্রকাশ না করার শর্তে একাধিক বিএনপি নেতা বলেন, ‘চট্টগ্রামের     মহাসমাবেশ থেকে বেশ কিছু আলটিমেটাম দেওয়া হবে সরকারের কাছে। এর মধ্যে রয়েছে নির্বাচন কমিশন পুনর্গঠন, সব সিটি নির্বাচনী ফলাফল বাতিল করে ফের নির্বাচনের তারিখ ঘোষণা এবং জনগণের ভোটের অধিকার ফের ফিরিয়ে আনা। চট্টগ্রাম নগরী থেকে শুরু করে দেশের সবকটি বিভাগীয় শহরে মহাসমাবেশ করবে বিএনপি। সর্বশেষ ঢাকায় মহাসমাবেশ করে আন্দোলনের দিকে যাবে দলটি।’  জানা যায়, করোনা প্রাদুর্ভাব পরিস্থিতির পর চট্টগ্রাম থেকেই বড় ধরনের সমাবেশের মাধ্যমে ফের রাজনীতির মাঠে সক্রিয় হতে চাইছে তারা। এ সমাবেশের মাধ্যমে ঘুরে দাঁড়াতে চায় বিএনপি। তাই চট্টগ্রামের মহাসমাবেশকে ঘিরেই বড় ধরনের  শোডাউনের প্রস্তুতির নির্দেশনা দেওয়া হয়েছে। মহাসমাবেশটি চট্টগ্রাম মহানগর বিএনপির ব্যানারে করা হলেও এতে অংশ  নেবেন চট্টগ্রাম উত্তর এবং দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এ ছাড়াও আশপাশের কয়েকটি জেলা থেকেও নেতা-কর্মীদের জড়ো করার প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই মধ্যে সমাবেশকে সফল করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রায় প্রতিদিনই নগরীর কোনো না কোনো ওয়ার্ডে মতবিনিময় সভা করে নেতা-কর্মীদের উৎসাহ দেওয়া হচ্ছে। শুরুতে ঐতিহাসিক লালদিঘীর ময়দানে মহাসমাবেশ করার অনুমতি চাইলেও প্রশাসনের অনুমতি না পাওয়ায় নুর আহমদ সড়কে সমাবেশ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ওই সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতারা ছাড়াও উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন, ঢাকা উত্তর সিটি নির্বাচনের বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল, দক্ষিণের ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, বরিশালের মজিবর রহমান সরোয়ার, রাজশাহীর মোসাদ্দেক হোসেন বুলবুল এবং খুলনার সিটি নির্বাচনের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম।

সর্বশেষ খবর