শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা
তৃণমূলে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

রাজশাহী থেকে আসছে সরকার পতনের ডাক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

খালেদা জিয়া ও তারেক রহমানের মামলা নিয়ে আগে থেকে বেকায়দায় বিএনপি। এবার যোগ হয়েছে জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্ত। ফলে বিভাগীয় সমাবেশ সফল করা বিএনপির জন্য চ্যালেঞ্জের। তবে সব বাধা উপেক্ষা করে রাজশাহীর সমাবেশ সফলের প্রস্তুতি নিচ্ছে দলটি। আগামী ১ মার্চ রাজশাহীতে অনুষ্ঠিত হতে যাওয়া মহাসমাবেশ থেকে আসতে পারে সরকার পতনের ডাক- এমনটি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। বিএনপির নেতারা জানান, পয়লা মার্চ রাজশাহীতে মহাসমাবেশ করবে বিএনপি। নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠ চাওয়া হবে সমাবেশের জন্য। এই সমাবেশ সফল করতে কর্মসূচি নিয়েছে দলটি। বিভাগের সব জেলায় চলছে সাংগঠনিক তৎপরতা। নগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন জানান, বিভাগের সব জেলায় দলীয় নেতা-কর্মীরা কাজ করছেন। বিপুল জনসমাগম ঘটাতে কাজ করছেন তারা। এ জন্য বিভিন্ন কমিটিও গঠন করা হয়েছে। কেন্দ্রীয় নেতারা জেলাগুলোর কার্যক্রম মনিটরিং করছেন। সমাবেশ সফল হবে বলে তিনি আশাবাদী। গত ১০ বছর ধরে রাজপথের আন্দোলনে অনেকটা কোণঠাসা বিএনপি। এর আগের সমাবেশগুলো সফল হয়নি পুলিশি বাধায়। তবে এবার সব বাধা উপেক্ষা করে সমাবেশ সফল করতে চায় দলটি। রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ বলেন, এবার পুলিশ বাধা দিলে জনগণই তাদের রুখে দেবে। কোনো বাধা মানা হবে না। নগর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, ‘সরকার জনগণের টাকায় সংসদে আলোচনা করতে পারে। আমরা জনগণকে নিয়ে সমাবেশ করব। পুলিশ কেন বাধা দেবে? আমরা আমাদের কথাও বলতে পারব না?’ বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, সরকারের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করতে তারা বিভাগীয় সমাবেশের ডাক দিয়েছেন। রাজশাহীর সমাবেশ থেকে দেওয়া হবে সরকার পতনের ডাক।

 বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে তারা সমাবেশ সফল করতে চান।

তিনি বলেন, সমাবেশ ঘোষণার পর সরকার বিএনপিকে চাপে রাখতে জিয়াউর রহমানের খেতাব ও মুক্তিযোদ্ধার সনদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু জনগণকে সঙ্গে নিয়ে আমরা সরকারের এই চক্রান্ত রুখে দেব।

 

সর্বশেষ খবর