শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

বদলে যাচ্ছে ‘কুয়েট রোড’

প্রশস্ত হচ্ছে সড়ক, থাকছে দৃষ্টিনন্দন ফুটপাথ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

বদলে যাচ্ছে ‘কুয়েট রোড’

প্রকল্প বাস্তবায়নের পর এমনই রূপ পাবে খুলনা কুয়েট রোড

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) মূল ফটকের বাইরে থাকবে সুপ্রশস্ত চার লেনের সড়ক। সেই সঙ্গে দৃষ্টিনন্দন ফুটপাথ ও আলোকসজ্জা। সড়কের মাঝে ডিভাইডারগুলোতে করা হবে ফুলের বাগান এবং নানা স্থাপত্যকর্ম। এ ছাড়া খুলনা-যশোর রোডে ফুলবাড়ীগেট থেকে সরকারি ল্যাবরেটরি স্কুল পর্যন্ত তৈরি করা হবে পানি নিষ্কাশনে বড় ড্রেন। ‘কুয়েট রোড’ প্রকল্পটি বাস্তবায়িত হলে আমূল বদলে যাবে এখানকার জনজীবন। পাশাপাশি অবৈধ স্থাপনা উচ্ছেদ হলে চলাচলে ভোগান্তি কমবে। জানা যায়, নগরীর ফুলবাড়ীগেট থেকে তেলিগাতি পাকার মাথা সংযোগ পর্যন্ত সড়কের পাশে এখানে কুয়েট, টিচার্স ট্রেনিং কলেজ, ল্যাবরেটরি স্কুল, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান অবস্থিত। এ ছাড়া আবাসিক এলাকা থাকায় প্রতিনিয়ত অসংখ্য মানুষ ও যানবাহন এই পথে চলাচল করে। কিন্তু সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা, দোকান ঘর ও নির্মাণ সামগ্রী রাখায় লোকজন ও যানবাহন চলাচলে অসুবিধা হয়। এ ছাড়া ড্রেনের ওপর স্থাপনা নির্মাণের ফলে ড্রেনগুলো অকেজো অবস্থায় রয়েছে। এর ফলে সামান্য বৃষ্টিতেই সড়কে জলাবদ্ধতায় ভোগান্তি বাড়ে। এ অবস্থার নিরসনে গত ৬ জানুয়ারি সিটি মেয়র বরাবর এক চিঠিতে কুয়েটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন ফুলবাড়ীগেট থেকে ল্যাবরেটরি স্কুল পর্যন্ত সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দৃষ্টিনন্দন সড়ক নির্মাণের দাবি জানান। ওই চিঠির পরিপ্রেক্ষিতে নগর অঞ্চল উন্নয়ন প্রকল্প-২ (সিআরডিপি)-এর আওতায় ৬০ ফুট প্রশস্ত সড়কের সীমানা নির্ধারণ ও সৌন্দর্য বর্ধনের কাজ শুরু হয়েছে।

কুয়েটের প্রধান প্রকৌশলী এ বি এম মামুনুর রশিদ জানান, সড়ক ও জনপথ বিভাগ, জেলা প্রশাসন, কেসিসি, কেডিএসহ বিভিন্ন দফতরের প্রতিনিধিরা ১০ ফেব্রুয়ারি থেকে যৌথ সীমানা নির্ধারণের কাজ শুরু করেছেন। এর মধ্যে প্রকল্পটির ডিজাইনও অনুমোদন হয়েছে। সীমানা নির্ধারণ শেষ হলে দরপত্র আহ্বান করা হবে। কেসিসি’র নির্বাহী প্রকৌশলী মো. লিয়াকত আলী খান বলেন, যেহেতু রাস্তাটি ত্রিমুখী এ কারণে মাঝখানে ট্রাফিক আইল্যান্ড থাকবে। ডিজাইনে একটি লেক করার কথাও রয়েছে। সৌন্দর্য বাড়াতে সড়কের পাশে ফুটপাথে দৃষ্টিনন্দন টাইলস ব্যবহার করা হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর