শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

রামেক হাসপাতালে টিকা নিতে উপচে পড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মহানগরীর তিনটি কেন্দ্রে করোনাভাইরাসের টিকা দেওয়া হচ্ছে। এর মধ্যে বিভাগীয় পুলিশ হাসপাতাল ও সামরিক হাসপাতালে সাধারণ মানুষের টিকা নেওয়ার সুযোগ নেই। শুধু রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে সাধারণ মানুষ টিকা নিচ্ছেন। এখানে সকাল থেকেই শুরু হচ্ছে মানুষের ভিড়। গণটিকা কর্মসূচি শুরুর পঞ্চম দিনে গতকাল সকাল ৯টায় রামেক হাসপাতালে গিয়ে দেখা যায়, টিকা কেন্দ্রের পুরো এলাকাজুড়ে মানুষের ভিড়। স্বাস্থ্যকর্মী, সাধারণ মানুষ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরাও এখানে টিকা নিচ্ছেন। বুথে যাওয়ার আগে টিকা কার্ড জমা দেওয়া এবং টিকা নেওয়ার সময় আলাদা দুটি লাইনে দাঁড়াতে হচ্ছে সবাইকে। লাইন ছাড়াও অনেকে দাঁড়িয়ে আছেন ঠাসাঠাসি করে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, তারা ধারণা করেননি এত মানুষ টিকা নিতে আসবেন। প্রত্যাশার চেয়েও বেশি মানুষ টিকা নিতে আসায় ভিড় হচ্ছে। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি বলেন, তাদের ধারণার থেকে বেশি মানুষ টিকা নিতে আসায় যে ব্যবস্থাপনা পরিকল্পনা তারা করেছিলেন তা কাজে আসছে না। ওয়েবসাইটে টিকা নেওয়ার নিবন্ধন করার সময় রাজশাহী শহরের ভিতর তিনটি কেন্দ্র পাচ্ছেন। কিন্তু বিভাগীয় পুলিশ হাসপাতাল ও সামরিক হাসপাতালে অন্য পেশার মানুষ টিকা নেওয়ার সুযোগ পাননি। অনলাইনে তাদের রামেক হাসপাতালই পছন্দ করতে হয়েছে। বিজিবিও এখানে আসছে। সেজন্য বাড়তি চাপ এসে পড়েছে।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুল আহসান তালুকদার বলেন, টিকা প্রয়োগের প্রথম দিন গত ৭ ফেব্রুয়ারি রাজশাহী বিভাগে টিকা নিয়েছিলেন ৩ হাজার ৭৫৭ জন। দ্বিতীয় দিনে টিকা নিয়েছিলেন ৫ হাজার ৬৪২ জন। তৃতীয় দিনে টিকা নেন ১৩ হাজার ১১৪ জন। আর চতুর্থ দিনে টিকা নিয়েছেন ১৭ হাজার ৯৭১ জন। প্রথম চার দিনে রাজশাহী বিভাগের ৪০ হাজার ৮৪ জন মানুষ টিকা গ্রহণ করেছেন।

 

সর্বশেষ খবর