শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

রিজেন্ট সাহেদের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রতারণার অভিযোগে সিলেটে বহুল আলোচিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ করিমের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল সিলেট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (তৃতীয়) আদালতে এ মামলা দায়ের করেন জৈন্তাপুরের পাথর ব্যবসায়ী ‘মাওলা স্টোন ক্রাশার মিল’র স্বত্বাধিকারী শামসুল মাওলা। সিলেট জেলা ও দায়রা জজ আদালতের এপিপি ও বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. আবদুস সাত্তার জানান, ‘প্রতারণার অভিযোগে সাহেদের বিরুদ্ধে শামসুল মাওলার পক্ষ থেকে আগেই তিনটি মামলা দায়ের করা আছে। আজ (বৃহস্পতিবার) আরেকটি প্রতারণা মামলা দায়ের করা হয়েছে’।

তিনি আরও জানান, শামসুল মাওলার কাছ থেকে সাহেদ পাথর কিনেছিলেন। পাথরের মূল্যের বিপরীতে সাহেদ যে চেক দিয়েছিলেন, তার মধ্যে একটি চেক তার বা তার কোম্পানির ছিল না। ভুয়া একটি চেকে ১০ লাখ টাকার অঙ্ক বসিয়ে স্বাক্ষর দিয়ে শামসুল মাওলাকে দেন সাহেদ। পরবর্তীতে সেটি অন্য একটি ব্যবসা প্রতিষ্ঠানের নামের চেক বলে ধরা পড়ে। এ ঘটনায় গতকাল আদালতে আরেকটি মামলা দায়ের করেন ব্যবসায়ী শামসুল মাওলা। মামলাটি আমলে নিয়ে সংশ্লিষ্ট থানা পুলিশকে অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।

সর্বশেষ খবর