শনিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

জ্বলল আধুনিক সড়কবাতি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

জ্বলল আধুনিক সড়কবাতি

আলো ঝলমল রাজশাহীর সিটি বাইপাস সড়ক -বাংলাদেশ প্রতিদিন

আলো ঝলমল হয়ে উঠল রাজশাহীর সিটি বাইপাস সড়ক। উন্নত বিশ্বের নামি শহরগুলোর মতো দেশের প্রথম সিটি হিসেবে এমন দৃষ্টিনন্দন সড়কবাতি সংযোজিত হলো। এই সড়কটির দিন ও রাতের সৌন্দর্য ধরে রাখতে নগরবাসীর সহযোগিতা চাইলেন মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। রাজশাহী মহানগরীর বিলসিমলা রেলক্রসিং থেকে কাশিয়াডাঙ্গা মোড় পর্যন্ত ফোর লেন সড়কের আধুনিক সড়কবাতির উদ্বোধন করেছেন তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যায় বহরমপুর মোড়ে সড়কজুড়ে নান্দনিক আলোকায়নের উদ্বোধন করেন তিনি। মহাসড়কে সড়কবাতির মাধ্যমে আলো ঝলমলে হবে ৪ দশমিক ২ কিলোমিটার সড়ক ও আশপাশের এলাকা। উদ্বোধনী অনুষ্ঠানে রাসিক মেয়র বলেন, বিলসিমলা রেলক্রসিং থেকে কাশিয়াডাঙ্গা মোড় পর্যন্ত টু লেনের সড়ক ফোর লেনে উন্নীত করা হয়েছে। বিদেশ থেকে আমদানি করে সুদৃশ্য পোল ও লাইট সংযোজন করা হয়েছে। এর মাধ্যমে রাজশাহী মহানগর নতুন একটি মাত্রা পেল। কারণ এ রকম সুদৃশ্য পোল ও বাতি বাংলাদেশের আর কোনো শহরে দেখিনি। এসব সড়কবাতি শুধু আলো আর নিরাপত্তা বাড়াবে তা নয়, সৌন্দর্যও বৃদ্ধি করবে। মহানগরীর পশ্চিমের প্রবেশদ্বার কাশিয়াডাঙ্গা মোড় থেকে বিলসিমলা রেলক্রসিং পর্যন্ত প্রতিটি পোলে আছে দুটি করে এলইডি বাল্ব। এগুলো প্রজাপতির মতো ডানা মেলে আছে। দৃষ্টিনন্দন এ বিদ্যুৎ সাশ্রয়ী বাতিগুলো অটোলজিক কন্ট্রোলারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে অন-অফ হবে। আধুনিক দৃষ্টিনন্দন এ সড়কবাতিগুলো স্থাপনের ফলে নাগরিক নিরাপত্তা বৃদ্ধি ও জীবনযাত্রার মান উন্নয়ন ঘটবে। রাতে গাড়ি চলাচলে গতির সঞ্চার হবে। আধুনিক বসবাসযোগ্য সুন্দর পরিচ্ছন্ন সবুজ নগরীকে আরও আধুনিক সাজে সজ্জিত করতে এটি একটি নতুন মাত্রা যোগ হলো। বিলসিমলা রেলক্রসিং থেকে কাশিয়াডাঙ্গা মোড় পর্যন্ত সড়ক আলোকায়ন কাজটি সম্পন্ন করতে ব্যয় হয়েছে ৫ কোটি ২২ লাখ টাকা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর