শনিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

চট্টগ্রামে নগর এগিয়ে গ্রাম পিছিয়ে

করোনার ভ্যাকসিন গ্রহণ

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

চট্টগ্রামে করোনাভাইরাসের ভ্যাকসিন গ্রহণে নগর এগিয়ে এবং গ্রাম পিছিয়ে আছে। ভ্যাকসিন গ্রহণে রেজিস্ট্রেশন, টিকা গ্রহণ, পুরুষ ও নারী এ চার সূচকেই উপজেলাগুলোর চেয়ে নগর এগিয়ে। তবে টিকা গ্রহণে শঙ্কা-ভয় কাটিয়ে আগ্রহ বাড়ছে। চট্টগ্রামে প্রথম দফায় নগর ও জেলার জন্য মোট ৩৮ কার্টনে ৪ লাখ ৫৬ হাজার ডোজ টিকা আসে।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়সূত্রে জানা যায়, ৭ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ দিনে চট্টগ্রামে নিবন্ধন করেছেন ২ লাখ ৩১ হাজার ৭১ জন। এর মধ্যে নগরের ১৫ কেন্দ্রে ১ লাখ ৫৯ হাজার ৫৮৫ আর ১৪ উপজেলায় ৭১ হাজার ৪৮৬ জন। ইতিমধ্যে টিকা গ্রহণ করেছেন ৩৬ হাজার ৯৯৪ জন। এর মধ্যে নগরে ১৯ হাজার ২৫৩ আর ১৪ উপজেলায় ১৭ হাজার ৭৪১ জন। ইতিমধ্যে পুরুষ টিকা গ্রহণ করেছেন ২৫ হাজার ৭৬২ জন। এর মধ্যে নগরে ১৩ হাজার ৫৫৫ আর ১৪ উপজেলায় ১২ হাজার ২০৭ জন। মোট নারী টিকা গ্রহণ করেছেন ১১ হাজার ২৩২ জন। এর মধ্যে নগরে ৫ হাজার ৬৯৮ আর ১৪ উপজেলায় ৫ হাজার ৫৩৪ জন। নগরে ১৫ কেন্দ্র এবং উপজেলার প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দেওয়া হচ্ছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ‘নগরের চেয়ে গ্রামের মানুষ করোনাভাইরাসে তুলনামূলক কম আক্রান্ত। টিকা গ্রহণের ক্ষেত্রেও তারা কম। পর্যায়ক্রমে নগরের মতো গ্রামের মানুষও টিকা গ্রহণে আগ্রহী হয়ে উঠবে।’ জানা যায়, লোহাগাড়ায় পাঁচ দিনে নিবন্ধন করেছেন ২ হাজার ৮০৯ জন, টিকা গ্রহণ করেছেন ১ হাজার ২০ জন। এর মধ্যে পুরুষ ৬৬১, নারী ৩৫৯ জন। রাঙ্গুনিয়ায় নিবন্ধন করেছেন ৪৬১২ জন, টিকা নিয়েছেন ১ হাজার ৩৩ জন। এর মধ্যে পুরুষ ৭৩১, নারী ৩০২ জন। বাঁশখালীতে নিবন্ধন করেছেন ২ হাজার ২৮৮ জন, টিকা নিয়েছেন ৯৯৫ জন।

এর মধ্যে পুরুষ ৬৭৫, নারী ৩২০ জন। ফটিকছড়িতে নিবন্ধন করেছেন ৩ হাজার ৫৬৬ জন, টিকা নিয়েছেন ৪৮৮ জন। এর মধ্যে পুরুষ ৩৮৭, নারী ১০১ জন। আনোয়ারায় নিবন্ধন করেছেন ৪ হাজার ৪৩৭ জন, টিকা নিয়েছেন ১ হাজার ৫৯ জন। এর মধ্যে পুরুষ ৮০২, নারী ২৯২ জন। সীতাকুন্ডে নিবন্ধন করেছেন ৮ হাজার ৮৪৭ জন, টিকা নিয়েছেন ১ হাজার ৪৬৫ জন। এর মধ্যে পুরুষ ১ হাজার ১৯৫, নারী ৫৭০ জন। সাতকানিয়ায় নিবন্ধন করেছেন ৩ হাজার ৭৬২ জন, টিকা নিয়েছেন ১ হাজার ১৮৭ জন। এর মধ্যে পুরুষ ৯৫৬, নারী ২৩১ জন। রাউজানে নিবন্ধন করেছেন ৯ হাজার ৮৫০ জন, টিকা নিয়েছেন ২ হাজার ৬৪৮ জন। এর মধ্যে পুরুষ ১ হাজার ৭০৬, নারী ৯৪২ জন। মিরসরাইয়ে নিবন্ধন করেছেন ৮ হাজার ৬৩ জন, টিকা নিয়েছেন ১ হাজার ৩৮০ জন। এর মধ্যে পুরুষ ১৯১, নারী ৩৮৯ জন। বোয়ালখালীতে নিবন্ধন করেছেন ৩ হাজার ৯২১ জন, টিকা নিয়েছেন ৯৩১ জন। এর মধ্যে পুরুষ ৫৭৪, নারী ৩৩৯ জন। হাটহাজারীতে নিবন্ধ করেছেন ৪ হাজার ২০১ জন, টিকা নিয়েছেন ২ হাজার ৩৬৯ জন। এর মধ্যে পুরুষ ১ হাজার ৪৩৯, নারী ৯৩০ জন। সন্দ্বীপে নিবন্ধন করেছেন ৪ হাজার ৩৪২ জন, টিকা নিয়েছেন ৪৭০ জন। এর মধ্যে পুরুষ ৩৫০, নারী ১২০ জন। পটিয়ায় নিবন্ধন করেছেন ৮ হাজার ২৬০ জন, টিকা নিয়েছেন ১ হাজার ৫৯৫ জন। এর মধ্যে পুরুষ ১ হাজার ৮০, নারী ৫১৫ জন। চন্দনাইশে নিবন্ধন করেছেন ৮ হাজার ২৬০ জন, টিকা নিয়েছেন ১ হাজার ৫৯৫ জন। এর মধ্যে পুরুষ ১ হাজার ৮০, নারী ৫১৫ জন।

সর্বশেষ খবর