শনিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

উচ্চ আদালতের নির্দেশের পর আলজাজিরার বিরুদ্ধে ব্যবস্থা : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, উচ্চ আদালতের নির্দেশনা পেলে আলজাজিরার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা চাইলে আলজাজিরার সম্প্রচার দেশে বন্ধ করতে পারতাম। অনেক দেশে বন্ধ করা হয়েছে। এমনকি ভারতেও কিছুদিনের জন্য বন্ধ ছিল। এখনো ৬-৭টি দেশে আলজাজিরার সম্প্রচার বন্ধ আছে। কিন্তু শেখ হাসিনার সরকার অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে। তাই আমরা সেই উদ্যোগ নিইনি। উচ্চ আদালতের নির্দেশ পেলে আলজাজিরার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উচ্চ আদালত যদি কোনো আদেশ দেয় এটিকে বন্ধ করার জন্য, সেক্ষেত্রে সে আদেশ আমাদের মানতে হবে। জিয়াউর রহমানের খেতাব প্রত্যাহার বিষয়ে ড. হাছান বলেন, মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমানের ভূমিকা আসলে কি ছিল সেটি নিয়ে নানা প্রশ্ন আছে। মুক্তিযোদ্ধার ছদ্মাবরণে তিনি প্রকৃতপক্ষে পাকিস্তানের সহযোগী হিসেবে কাজ করেছিলেন। তার খেতাব বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত তো এখনো হয়নি। এটা নিয়ে জামুকাতে আলোচনা হয়েছে মাত্র।

সর্বশেষ খবর