শনিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

কিশোর গ্যাংয়ের হাতে কিশোর নিহত

জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মুগদায় কিশোর গ্যাংয়ের এলোপাতাড়ি ছুরিকাঘাতে হাসান (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। সে একটি প্রিন্টিং প্রেসের কর্মচারী ছিল। গতকাল মুগদার মান্ডায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসানকে তার বন্ধুরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে গত রাত পৌনে ৮টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। ঢামেক সূত্র জানায়, হাসানের স্বজনদের অভিযোগের ভিত্তিতে ঢামেক হাসপাতাল থেকে বেলাল (১৮) নামে একজনকে আটক করে পুলিশ। বেলালের শরীরেও ছুরিকাঘাতের জখম রয়েছে। এ ছাড়াও কিশোর গ্যাংয়ের আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

ঢামেকে পুলিশের কাছে বেলালের দাবি, সাগর, চানমনিসহ ৭/৮ জন মিলে হাসানকে কুপিয়েছে। এদিকে উপস্থিত সাগর জানিয়েছে, বেলাল, আশিক, মেজু রতনসহ বেশ কয়েকজন  হাসানকে কুপিয়ে হত্যা করেছে।

হাসানের বড় ভাই হাবিবের অভিযোগ, মান্ডার লেক তুষার শাহ আলমের গলিতে ৮/১০ জন মিলে তার ভাই হাসানকে কুপিয়ে হত্যা করেছে।

জানা গেছে, হাসান কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভারারা গ্রামের  আশরাফুলের ছেলে। তারা মান্ডায় সাবেদ আলীর ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকত। তিন ভাই এক বোনের মধ্যে হাসান ছিল তৃতীয়।

সর্বশেষ খবর