abcdefg
city || Bangladesh Pratidin

শিরোনাম
বিশ্বের সেরা ৩০ নগরের তালিকায় সিংড়া পৌরসভা বিশ্বের সেরা ৩০ নগরের তালিকায় সিংড়া পৌরসভা

একটি নিরাপদ গণপরিবহন সেবা হিসেবে নাটোরের সিংড়া পৌরসভায় শুরু হয়েছিল জার্মানির দাতা সংস্থা জিআইজেড প্রদত্ত পরিবেশবান্ধব ই-রিকশা ও ই-অ্যাম্বুলেন্স সার্ভিস ‘চলো’। করোনা মহামারীর শুরুতে সংক্রমণ রোধকল্পে বন্ধ হয় গণপরিবহন। ফলে সিংড়াতেও থেমে যায় গাড়ির চাকা। রোগী ও আক্রান্তদের হাসপাতালে আনা-নেওয়ার জন্য চালু ছিল শুধু সরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স। কিন্তু চাহিদার নিরিখে তা নিতান্তই নগণ্য। মহামারীর এই সময় যখন বিশ্বব্যাপী লকডাউনে বন্ধ গণপরিবহন, তখন করোনায় আক্রান্ত ও অন্যান্য রোগী পরিবহন এবং মানবিক খাদ্য সহায়তা বিতরণে ই-রিকশা ও অ্যাম্বুলেন্সকে মাঠে নামান সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস। নিরাপদ গণপরিবহন হিসেবে দেওয়া তিন ও চার চাকার গাড়িগুলো বাংলাদেশের একটি পৌর শহরে করোনাকালে সুরক্ষা ও মানবিক সংকটে কাজ করছে এমন প্রতিবেদন জার্মানির টুমি টেলিভিশনে প্রচারিত হয়। তা নজরে আসে চীনের নগর উন্নয়ন…

সর্বশেষ খবর