সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্র করেনি, শিকার হয়েছে : কাদের

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্র করেনি, শিকার হয়েছে : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ কখনো কারও বিরুদ্ধে ষড়যন্ত্র করেনি। বারবার ষড়যন্ত্রের শিকার হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সব ষড়যন্ত্রের জাল ছিন্নভিন্ন করে দেশ আজ এগিয়ে যাচ্ছে। এই উন্নয়ন অগ্রযাত্রা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গতকাল সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে তিনি তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য সম্পাদক রোকেয়া সুলতানা, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কে এম হোসেন আলী হাসান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল সামাদ তালুকদার, সিরাজগঞ্জ-৩ আসনের এমপি ডা. আবদুল আজিজ, সিরাজগঞ্জ-১ আসনের এমপি তানভীর শাকিল জয়, সাবেক এমপি গাজী ম ম আমজাদ হোসেন মিলন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রভাবশালী নেতাদের নিজ বলয় ভারী করতে কোনোভাবেই পকেট কমিটি গঠন করা যাবে না। দুর্দিনের কর্মীদের দলে স্থান দিতে হবে। কাদের বলেন, যারা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহ করেছে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এটা দলীয় সিদ্ধান্ত। গঠনতন্ত্র অনুযায়ী আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে উল্লেখ্য করে তিনি বলেন, প্রতিটি সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন চিত্র তুলে ধরতে হবে। প্রতিটি মানুষের সঙ্গে ভালো আচরণের মাধ্যমে আওয়ামী লীগকে এগিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে, কেউ যেন দলের নাম ভাঙিয়ে কোনো অপকর্মের সঙ্গে জড়িয়ে না পড়ে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি এখন জনগণ ও পুলিশকে তাদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে। তারা গায়ে পড়ে সংঘাতে জড়ানোর অপচেষ্টা করছে। বিএনপির অপরাজনীতির ষোলআনাই জনগণ এখন বুঝে ফেলছে। ওবায়দুল কাদের বলেন, সময় হলেই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। জনগণ যে রায় দেবে, তা মেনে নেওয়ার সৎ সাহস প্রধানমন্ত্রী শেখ হাসিনার আছে। তিনি বলেন, দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, তখন একটি অশুভ মহল ষড়যন্ত্রে মেতে উঠেছে। আন্দোলন ও নির্বাচনে ধারাবাহিক ব্যর্থতার পর তারা এখন দেশে-বিদেশে ষড়যন্ত্রের ঝুলি খুলে বসেছে। দেশে এখন এমন কোনো আন্দোলনের ইস্যু নেই, শেখ হাসিনার জনমুখী রাজনীতিই বিএনপিকে আন্দোলনের ইস্যু সংকটে ফেলেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর