সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

দেশের প্রথম নারী ডিফেন্স ফাইন্যান্স কন্ট্রোলার মনোয়ারা হাবীব

নিজস্ব প্রতিবেদক

দেশের প্রথম নারী ডিফেন্স ফাইন্যান্স কন্ট্রোলার মনোয়ারা হাবীব

দেশের প্রথম নারী কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (সিজিডিএফ) পদে মনোয়ারা হাবীব গত বুধবার দায়িত্বগ্রহণ করেছেন। আইএসপিআর জানায়, মনোয়ারা হাবীব বিসিএস (নিরীক্ষা ও হিসাব) ক্যাডারের ১৯৮৬ ব্যাচের একজন কর্মকর্তা।

সিজিডিএফ হিসেবে যোগদানের আগে তিনি ডিসিএজি (সিনিয়র) পদে বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের কার্যালয়ে কর্মরত ছিলেন। ইতিপূর্বে তিনি মহাপরিচালক, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমি (ফিমা), সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার (আর্মি), যুগ্ম মহাপরিচালক (অর্থ), সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার (এয়ার), সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলারসহ (নেভি) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর