সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

দরপতনে কমেছে সূচক লেনদেনের পরিমাণ

নিজস্ব প্রতিবেদক

দরপতনে কমেছে সূচক লেনদেনের পরিমাণ

চলতি সপ্তাহের প্রথম দিনে দরপতনেই শেষ হয়েছে শেয়ারবাজার লেনদেন। আগের সপ্তাহের শেষ দিনে উত্থান হলেও গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৩৭ পয়েন্টের বেশি। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্য সূচকের পতন হয়েছে।

ডিএসইতে লেনদেনের প্রথম ঘণ্টা থেকেই একের পর এক প্রতিষ্ঠানের শেয়ারের দরপতন হওয়ায় এক পর্যায়ে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫৬ পয়েন্ট পড়ে যায়। দিনের লেনদেন শেষে সূচকটি আগের দিনের তুলনায় ৩৭ পয়েন্ট কমে ৫ হাজার ৪৪৭ পয়েন্টে অবস্থান করছে। দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে মাত্র ৫৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে পতনের তালিকায় রয়েছে ১৯৩টি। আর ১০১টির দাম অপরিবর্তিত রয়েছে। দরপতনের সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও। দিনভর বাজারটিতে  লেনদেন হয়েছে ৮০১ কোটি ৬৬ লাখ টাকা। আগের দিন  লেনদেন হয় ১ হাজার ৫৫ কোটি ৪৭ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে  বেক্সিমকো লিমিটেডের শেয়ার। কোম্পানিটির ২১৭ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৫ টাকা ৯০ পয়সা বেড়ে প্রতিষ্ঠানটির শেয়ার দর হয়েছে ৯১ টাকা ১০ পয়সা। দ্বিতীয় স্থানে থাকা ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ১০২ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৪৪  কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই কমেছে ৯৭ পয়েন্ট। বাজারটিতে  লেনদেন হয়েছে ৪১ কোটি ৫৫ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২১৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৪২টির দাম  বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১২৭টির এবং ৪৪টির দাম অপরিবর্তিত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর