সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

৩৫ লাখ টাকা ছিনতাই মামলায় ছয় আসামির রিমান্ড মঞ্জুর

আদালত প্রতিবেদক

৩৫ লাখ টাকা ছিনতাই মামলায় ছয় আসামির রিমান্ড মঞ্জুর

রাজধানীর শাহবাগ থানায় করা ৩৫ লাখ টাকা ছিনতাইয়ের মামলায় ছয় আসামিকে এক দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমান এ আদেশ দেন। আসামিরা হলেন- মাজহারুল ইসলাম ওরফে রাকিব, জহিরুল তালুকদার, ইসমাইল হোসেন বাচ্চুর ড্রাইভার আবু বক্কর সিদ্দিক ওরফে খোকা, সেলিম ওরফে ল্যাংড়া সেলিম, লালন ও মো. সেলিম মিয়া। এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা রমনা বিভাগের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে ঢাকা ও আশপাশের জেলা থেকে আসামিদের গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ২টি চাপাতি, ২টি চাকু ও লুণ্ঠিত ২ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে গত ৭ ফেব্রুয়ারি দুপুরে শাহবাগ থানার টিএনটি এক্সচেঞ্জের পূর্বপাশে রাস্তার ওপর টেম্পুস্ট্যান্ড থেকে ভুক্তভোগী শহিদুলকে উপর্যুপরি কিল, ঘুষি, থাপ্পড় ও চাকু দিয়ে তার ডান চোখের নিচে গুরুতর আঘাত করে কাছে থাকা ব্যাগভর্তি ৩৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ আনা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর