সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

মিথ্যা-বানোয়াট গল্প কাহিনি প্রকাশ না করতে সিকদার গ্রুপের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রন হক সিকদারের বিষয়ে মিথ্যা ও বানোয়াট গল্প কাহিনি প্রকাশ না করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানানো হয়েছে। গতকাল সিকদার গ্রুপের সিওও এবং পরিচালক সৈয়দ কামরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সিকদার গ্রুপ আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। গ্রুপটি মনে করে, রন হক সিকদার যথাযথ আইনি প্রক্রিয়া ও নিয়ম মেনেই আদালতের মাধ্যমে জামিন গ্রহণ করেছেন। কিন্তু কিছু কিছু পত্রিকা বিষয়টিকে ভিন্ন খাতে নেওয়ার উদ্দেশ্যে কিছু মনগড়া ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে, যা কখনই পেশাদার সাংবাদিকতার দৃষ্টিতে যথাযথ ও গ্রহণযোগ্য নয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মামলাটি তদন্তাধীন। তদন্ত শেষ হওয়ার আগে কাউকে দোষী করা সম্পূর্ণরূপে অন্যায় ও অনৈতিক। আরও বলা হয়, সিকদার গ্রুপের প্রয়াত চেয়ারম্যান জয়নুল হক সিকদার দেশের একজন প্রখ্যাত মুক্তিযোদ্ধা ও শিল্পপতি ছিলেন। তিনি সব সময় দেশের উন্নয়নে কাজ করে গেছেন। তাই এই মুহূর্তে সবার উচিত তাঁর প্রতি যথাযথ সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিকদার গ্রুপ মনে করে এই প্রতিষ্ঠানের প্রতি প্রতিহিংসাপরায়ণ হয়ে কোনো একটি গোষ্ঠী সিকদার গ্রুপের ইমেজ নষ্ট করার চেষ্টা করছে। রন হক সিকদার সংক্রান্ত বিভ্রান্তিকর সংবাদও সেই ষড়যন্ত্র ও অপচেষ্টার অংশ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর