সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

৩২টি সোনার বিস্কুটসহ দুই পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক, খুলনা

ঢাকা থেকে সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৩২টি সোনার বিস্কুটসহ দুই পাচারকারীকে আটক করেছে খুলনা র‌্যাব-৬। উদ্ধার করা সোনার মূল্য প্রায় দুই কোটি টাকা। গতকাল বিকালে র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল রওশনুল ফিরোজ এ তথ্য জানিয়েছেন। এর আগে গোয়েন্দা তথ্যের মাধ্যমে গতকাল ভোরে ঢাকা-যশোর মহাসড়কের যশোর কতোয়ালি যুব উন্নয়ন অধিদফতরের সামনে চেকপোস্ট বসিয়ে সাতক্ষীরা এক্সপ্রেস বাসটিতে তল্লাশি চালানো হয়। বাস থামানোর সঙ্গে সঙ্গে মো. শামীম হোসেন (৪০) ও হুমায়ুন কবির মিরাজ (২৬) নামের দুই যাত্রী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাদের আটক করে কোমরের বেল্টের মধ্যে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় প্রতি বেল্টে ১৬টি করে মোট ৩২টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়। র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল রওশনুল ফিরোজ বলেন, ঢাকা থেকে পাচারকারী দুজন সোনা নিয়ে সাতক্ষীরা আসছিল। করোনায় চোরাচালান প্রবণতা কিছুটা বেড়েছে। এ কারণে গোয়েন্দা নজরদারিসহ তৎপরতাও বাড়ানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর