সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

বিজিএমইএ নির্বাচনে অনিয়মের আশঙ্কা স্বাধীনতা পরিষদের

নিজস্ব প্রতিবেদক

পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ নির্বাচনে অনিয়মের আশঙ্কা প্রকাশ করেছেন স্বাধীনতা পরিষদ নামে একটি প্যানেলের প্রধান জাহাঙ্গীর আলম। তিনি অভিযোগ করে বলেছেন- গত নির্বাচনে অনেক জাল ভোট পড়েছিল। ভোটার না এলেও সেই ভোট কাস্ট হয়েছিল। সে সময় তার স্ত্রীকে এজেন্ট করেছিলেন কিন্তু তাকে বের করে দেওয়া হয়েছিল। নানান ভয়ভীতি দেখানো হয়েছিল। এবারও ব্যালট পেপার ছিনিয়ে নেওয়া, এজেন্ট বের করে দেওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গতকাল রাজধানীর একটি হোটেলে বিজিএমইএ নির্বাচন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আশঙ্কার কথা জানান স্বাধীনতা পরিষদ প্যানেল প্রধান জাহাঙ্গীর আলম। তিনি তার প্যানেলের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে বলেন, ‘আমাদের প্যানেল নির্বাচনে থাকবে, ঢাকার ২৬ পদে প্রার্থী থাকবে। চট্টগ্রাম থেকেও আমরা প্রার্থী দেব। পুরো প্যানেল নিয়ে নির্বাচন করব।’ প্রসঙ্গত, এবারের নির্বাচনে বর্তমান সভাপতি রুবানা হকের প্যানেল ফোরাম এবং সম্মিলিত পরিষদ নামের আরেকটি প্যানেল অংশ নিচ্ছে। বিজিএমইএ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী ৪ এপ্রিল ঢাকা ও চট্টগ্রামে একযোগে অনুষ্ঠিত হবে ২০২১-২০২৩ সালের পরিচালনা পর্ষদের নির্বাচন। ২৫ এপ্রিলের মধ্যে মনোনয়ন দাখিল করতে হবে। আর ৪ মার্চ প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর