মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

সরস্বতী পূজা আজ

নিজস্ব প্রতিবেদক

সরস্বতী পূজা আজ

মাঘের শুক্লা পঞ্চমী তিথিতে শুভ্র রাজহাঁসে চড়ে পৃথিবীতে আগমন ঘটে বিদ্যার দেবী সরস্বতীর। সে হিসাব ধরে আজ দেশে বিদ্যা, বাণী ও সুরের এ দেবীর আরাধনায় নিমগ্ন হবেন সনাতন ধর্মাবলম্বীরা। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মন্দির এবং সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আয়োজন করা হয়েছে সরস্বতী পূজার। তবে করোনা মহামারীতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় স্বল্প পরিসরে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে এই বীণাপাণির আরাধনা। সরস্বতী পূজা উপলক্ষে  রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিন্দু সম্প্রদায়কে  আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। আজ ভোররাত ৩টা ৪০ মিনিটে পঞ্চমী তিথি শুরু হয়ে আগামীকাল ভোর ৫টা ২৯ মিনিটে শেষ হবে।

এর মধ্যে পুরোহিত সম্পন্ন করবেন দেবীর পূজা।

 পূজা শেষে দেবীর চরণে অঞ্জলি দেবেন ভক্তবৃন্দ। করোনাভাইরাস মহামারীর কারণে এবার সীমিত পরিসরে আয়োজন করা হচ্ছে সরস্বতী পূজার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মিহির লাল সাহা জানান, করোনার কারণে এ বছর  সরস্বতী পূজা শুধু কেন্দ্রীয়ভাবে উদযাপন করা হচ্ছে। হল প্রশাসনের উদ্যোগে হলের উপাসনালয়ে পূজা অনুষ্ঠিত হবে। যদিও এর আগের বছরগুলোতে বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলো আলাদাভাবে এই পূজা আয়োজন করত। ঢাকা অফিসার্স ক্লাব প্রাঙ্গণে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন বলেন, এবার প্রথমবারের মতো ইনস্টিটিউট প্রাঙ্গণে পূজার আয়োজন করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে এই আয়োজন করা হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি বলেন, ঢাকেশ্বরী কেন্দ্রীয় মন্দিরে সকাল সাড়ে ৮টায় পূজা শুরু হবে। পূজা শেষে অঞ্জলি দেওয়া হবে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর